কলকাতা: একুশের নির্বাচনে তৃণমূলের পতাকা হাতে ভোট ময়দানে নেমেছিলেন একগুচ্ছ তারকা৷ তাঁদের মধ্যে অধিকাংশই জয়ী হয়েছেন৷ তবে অনেকেই পরাজিত হন৷ জয়া হোক বা পরাজিত, দলের হয়ে লড়াই করা সেই সকল তারকাদের এবার সাংগঠনিক কাজে লাগাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সেই সকল তারকারা৷
আরও পড়ুন- জেলা সভাপতিরা আর মন্ত্রী পদে নয়, থাকবে না লালবাতি, সাফ নির্দেশ মমতার
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে মনোনিত করার পরেই রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে দায়িত্ব সঁপা হয় সায়নী ঘোষকে৷ তৃণমূলের সংস্কৃতি শাখার সভাপতি হলেন বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। রাজ্য সম্পাদক পদে মনোনিত হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও বঙ্গ জননীতে আনা হয়েছে জুন মালিয়া ও লাভলি মৈত্রকে৷ দলের একাধিক সাংগঠনিক পদে তারকাদের এই গুরু দায়িত্ব বেনজির৷ দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে জয়ী বা পরাজিতের মধ্যে কোনও বিভেদ করেননি দলনেত্রী৷ বিধানসভা ভোটে অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হয়েছিলেন সায়নী৷ কিন্তু তাঁর কাঁধে গুরু দায়িত্ব সঁপেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই তালিকায় রয়েছে সায়ন্তিকাও৷
পাশাপাশি এদিনের বৈঠকে মমতার সাফ বার্তা, দলে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে হবে৷ লালবাতির ব্যবহার কমাতে হবে৷ বদলে পৌঁছে যেতে হবে মানুষের কাজে৷ দলে কার্যকর হবে ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি৷