‘ঝেঁটিয়ে বিদায় করে ৩১-এ ৩১ করতে হবে’, কুলতলিতে হুংকার অভিষেকের

‘ঝেঁটিয়ে বিদায় করে ৩১-এ ৩১ করতে হবে’, কুলতলিতে হুংকার অভিষেকের

কুলতলি: নেতাজির জন্মজয়ন্তীর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘অপমান’ করার প্রতিবাদে গর্জে উঠলেন অভিষেক বন্দোপাধ্যায়। রবিবার দক্ষিণ ২৪ পরগণার কুলতলির জনসভা থেকে বিজেপিকে খোলামেলা আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ।

কুলতলিতে রবিবাসরীয় দুপুরে অভিষেক বললেন, ‘‘বাংলার আড়াই কোটি মানুষ যাকে ভোট দিয়ে নিজেদের মুখ্যমন্ত্রী নির্বাচন করেছেন তাকে আমন্ত্রণ করে অপমান করেছে বিজেপি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এটা বাংলারও অপমান।’’ তিনি আরও বলেছেন, ‘‘এত রাজ্য রয়েছে ভারতবর্ষে, কিন্তু একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে, বাংলার মাটিতে নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ মনীষীদের যদি কেউ অপমান করে, অবমাননা করে, বাংলার সংস্কৃতিকে যদি কেউ কলুষিত করে তাহলে তিনি গর্জে উঠতে পিছপা হবেন না।’’

এদিন অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘‘২০১৯ সালে বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় বাংলার মানুষ তাদের জবাব দিয়েছিল। কিন্তু তাতেও এদের শিক্ষা হয়নি।’’ কুলতলির মানুষের উদ্দেশ্যে অভিষেকের অনুরোধ, ‘‘এই জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের বলব, যারা নেতাজির অপমান করে তাদের এমন জবাব দেবেন যেন কোনও বুথে আর গণতান্ত্রিকভাবে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে।’’ বিস্ফোরক তৃণমূল সাংসদ বলেছেন, ‘‘যে কটা ছাইপাশ, আগাছা এদিক ওদিক পরে আছে তাদের ঝেঁটিয়ে বিদায় করে এই জেলা থেকে ৩১-এ ৩১ করতে হবে। একটা ভোটও বিজেপি, সিপিআইএমকে দেবেন না।’’ নেতাজির জন্মজয়ন্তীর মঞ্চে ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠা নিয়ে অভিষেকের বক্তব্য, ‘‘আপনি জয় শ্রী রাম বলুন, একশো কেন হাজার বার বলুন। বাড়িতে বলুন, মন্দিরে বলুন। কিন্তু আপনি যখন জনপ্রতিনিধি, আপনি যখন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধায়ক তখন আপনার ধর্ম মানব ধর্ম।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *