বিজেপির থেকে অনুপ্রাণিত তৃণমূল! কেন এমন বললেন দিলীপ

বিজেপির থেকে অনুপ্রাণিত তৃণমূল! কেন এমন বললেন দিলীপ

কলকাতা: আর হাতে গোনা কয়েক দিন পরেই কলকাতা পুরভোট। ইতিমধ্যেই সব রাজনৈতিক দল নিজেদের প্রচারে ব্যস্ত। এবার তৃণমূল কংগ্রেস নিজেদের ‘ইস্তেহার’ প্রকাশ করছে। বিভিন্ন ইস্যু নিয়ে একে অপরের দিকে আক্রমণের আঙুল তুলছে সব শিবির। কিন্তু এবার এই ইস্তেহার প্রসঙ্গে ঘাসফুল শিবিরকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বিজেপির থেকে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ করছে।

নির্বাচন আসবে আর দিলীপ ঘোষ জল্পনা উদ্দীপক মন্তব্য করবেন না এটা যেন হতে পারে না। নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই কলকাতা পুরভোট প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন তিনি জানান, সাধারণ মানুষ জানুন যে তৃণমূল কংগ্রেস কী কাজ করবে। বিজেপির নির্বাচনী ইস্তেহার থেকে অনুপ্রাণিত হয়ে তারা নিজেদের পুরভোটের ইস্তেহার প্রকাশ করছে। দিলীপের কথায়, বিজেপির পথে হাঁটতে বাধ্য হয়েছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই ইস্তেহার প্রকাশ করলেও এখনো পর্যন্ত করেনি তৃণমূল। এদিন দুপুরে তাদের তরফ আগামী পাঁচ বছরের ‘উন্নয়নের রূপরেখা’ প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে, যেটা কার্যত পুরভোটের ইস্তেহার। তার আগেই বিজেপির তরফ থেকে আক্রমণের বাণ ছুটে এল ঘাসফুল শিবিরের দিকে।

কলকাতার নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে আদালত এই নির্বাচন সংক্রান্ত মামলায় কী রায় দেয় তার দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে। ভারতীয় জনতা পার্টির দাবি করেছিল যে সব পুরসভায় একসঙ্গে ভোট করাতে হবে এবং একই সঙ্গে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু বিজেপির দাবি অনুযায়ী নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি বরং কলকাতার ভোটের দিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং তাও মামলা চলাকালীন। সেই নিয়েও সরব হয়েছিল বিজেপি। তবে এই সংক্রান্ত মামলার শুনানি গতকাল শেষ হলেও রায়দান স্থগিত রেখেছে আদালত এবং এখন তার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক দলসহ নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + ten =