কলকাতা: সম্প্রতি দল বিরোধী মন্তব্য এবং দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিস্কার করেছে তৃণমূল কংগ্রেস। দলবদল পরিস্থিতির মধ্যে বর্তমান রাজ্যের শাসক দল এখন বেশ ব্যাকফুটে। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মন্ত্রিত্ব থেকে পদত্যাগ এবং একাধিক বিধায়ক ও নেতার বিজেপি যোগ, সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে বর্তমান রাজ্যের শাসক দল। এবার রহস্যজনকভাবে নদীয়া জেলা তৃণমূল সহ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল রানাঘাট উত্তর পশ্চিমের প্রাক্তন বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়কে। এই ব্যাপারে তিনি নিজে জানিয়েছেন, কেন এই অপসারণের সিদ্ধান্ত তা তিনি নিজেই জানেন না।
এদিন হুগলির পুরশুড়ায় জনসভা করে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, যাদের বিজেপিতে যাওয়ার ইচ্ছা তারা যেন তাড়াতাড়ি চলে যায় কারণ এবারে ট্রেন ছেড়ে দেবে! তাৎপর্যপূর্ণ ভাবে সেই জনসভার কয়েক ঘন্টা পরেই অপসারিত হতে হল নদীয়া জেলা তৃণমূল সভাপতিকে। এও জানা গিয়েছে, শুধুমাত্র জেলা তৃণমূল সহ সভাপতির পদ থেকে নয় রানাঘাট পুরসভার প্রশাসকের পর থেকেও পার্থসারথি চট্টোপাধ্যায়কে অপসারণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, দল বিরোধী কাজ কর্মের জন্যই নাকি সরানো হয়েছে পার্থসারথি চট্টোপাধ্যায়কে। যদিও আক্ষরিকভাবে কি কাজ বা কিসের সঙ্গে তিনি যুক্ত সে ব্যাপারে কোনো রকম ইঙ্গিত মেলেনি।
ইতিউতি জল্পনা ছড়িয়েছে পার্থসারথি চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন এই খবর ইতিমধ্যেই জেনে গিয়েছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই তড়িঘড়ি তাকে পদচ্যুত করা হল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের জনসভা থেকে যে মন্তব্য করেছেন তাতে একটা ব্যাপার একেবারে স্পষ্ট, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা যদি কোন নেতাকে ঘিরে থেকে থাকে তাকে রেয়াত করবে না দল। পার্থসারথি চট্টোপাধ্যায় তার প্রথম উদাহরণ হিসেবে থেকে গেলেন। উল্লেখ্য, এদিন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, বিজেপি একটা ওয়াশিং মেশিন। চোরেরা বিজেপিতে গিয়ে কালো টাকাকে সাদা করছেন। কালো টাকা সাদা করার জন্যই শুধুমাত্র তারা বিজেপিতে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রেক্ষিতেই মমতার কটাক্ষ, যারা যারা লাইন দিয়ে আছেন তারা ওদের পায়ে গিয়ে পড়ুন। যারা যেতে চাইছেন তাড়াতাড়ি যান কারণ ট্রেন ছেড়ে দেবে!