১০ হাজার আসনের গণ্ডি টপকেছে তৃণমূল, বিরোধী শিবির অনেক পিছিয়ে

১০ হাজার আসনের গণ্ডি টপকেছে তৃণমূল, বিরোধী শিবির অনেক পিছিয়ে

কলকাতা: পঞ্চায়েত ভোটের গণনা শুরু হওয়ার পর থেকেই যথারীতি বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে বহু জায়গা থেকে। বিরোধীরা যেমন শাসকের বিরুদ্ধে একে একে অভিযোগ আনছে, তৃণমূল শিবিরও তাদের নেতা-কর্মীদের ওপর হামলা অভিযোগ করছে। তবে গণনার কাজ থেমে নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত আসনে ১০ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে ঘাসফুল শিবির। বিজেপি হোক কিংবা বাম-কংগ্রেস জোট, তারা কেউ ধারে কাছেই নেই। 

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, গ্রাম পঞ্চায়েতে যেখানে ৬৩ হাজার ২২৯ আসন আছে তাতে এই মুহূর্তে তৃণমূল এগিয়ে ১০ হাজার ৩৪৭ আসনে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ৯৮১ আসনে। আর জেলা পরিষদের ৯২৮ আসনে তৃণমূল এগিয়ে ১৬ আসনে। আরও তথ্য বলছে, গ্রাম পঞ্চায়েতে ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৮ হাজার ২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পঞ্চায়েত সমিতিতে ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৯৯১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হয়েছে।   

তবে আজও পঞ্চায়েত ভোটের দিনের মতো নানা জায়গা থেকে ব্যালট বাক্স লুট, তাতে জল ঢেলে দেওয়া, আগুন লাগানোর অভিযোগ ইতিমধ্যেই আসছে। অনেক আসনে আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক দল জয়ী হওয়ার বিজয়োৎসবও শুরু হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + five =