জোর করে তোলা আদায়, গোষ্ঠী সংঘর্ষে নদিয়ায় মুখ পুড়ল শাসকের

জোর করে তোলা আদায়, গোষ্ঠী সংঘর্ষে নদিয়ায় মুখ পুড়ল শাসকের

 

নদিয়া: আবারও প্রকাশ্যে চলে এল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব৷ তৃণমূলের হাতে আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সহ বেশ কয়েকজন কর্মী। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দু’পক্ষের বেশ কয়েকজন৷ পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়৷ যার জেরে পাল্টা হিসেবে জাতীয় সড়ক অবরোধ করতে দেখা যায় তৃণমূলের একাংশকে৷ শুক্রবার এভাবেই শাসকদলের গোষ্ঠী কোন্দলে তপ্ত হয়ে উঠল নদিয়া জেলার শান্তিপুর থানার ফুলিয়া এলাকা।

স্থানীয় সূত্রের খবর, ওই এলাকার তৃণমূল কংগ্রেসের একদল যুবক এলাকারই কিছু দোকান থেকে বলপূর্বক টাকা আদায় করছিলেন বলে অভিযোগ। সেই সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন নদীয়া জেলা দক্ষিণে যুব সহ সভাপতি শুভঙ্কর মুখোপাধ্যায়৷ তিনি ঘটনার প্রতিবাদ করেন বলে জানা যায়। এরপরে অপর গোষ্ঠী শুভঙ্কর মুখোপাধ্যায়ের ওপর চড়াও হয় বলে অভিযোগ। মারধর করা হয় শুভঙ্কর সহ তৃণমূলের একাধিক কর্মীকে। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে আহত অবস্থায় তৃণমূলের একাধিক কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। যদিও পুলিশের সঠিক তদন্তের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেয় তাঁরা। এলাকার বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের অপর অংশের নেতারা৷ এভাবে  প্রকাশ্যে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে এলাকায় অস্বস্তিতে শাসকদলের নেতারা৷ যদিও কেউই ‘স্পর্শকাতর’ এই বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে নারাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *