পঞ্চায়েতে জয়ী, তবে সবজি বিক্রি ছাড়তে রাজি নন তৃণমূলের প্রার্থী

পঞ্চায়েতে জয়ী, তবে সবজি বিক্রি ছাড়তে রাজি নন তৃণমূলের প্রার্থী

কৃষ্ণনগর: পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে জিতেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বহু প্রার্থীর মতোই জিতেছেন নবদ্বীপের গৌরাঙ্গ ঘোষ। কিন্তু বাকি প্রার্থীদের থেকে তিনি একেবারেই আলাদা। সবজি বিক্রেতা গৌরাঙ্গ ভোটে জিতলেও নিজের পেশা ছাড়তে চান না। হ্যাঁ, এমনটাই জানিয়েছেন তিনি নিজেই। যেমন ভাবে সবজি বিক্রি করে সংসার চালান তিনি, এখনও তাই করতে চান। ভোটের আবহে কিছুদিন বাজারে বসতে পারেননি বলে তাঁর আফসোস হয়। কিন্তু এখন আবার আগের মতো সবজি বিক্রি শুরু করেছেন তৃণমূলের টিকিটে জেতা এই প্রার্থী। 

নবদ্বীপ ব্লকের মাজদিয়া-পানশিলা গ্রাম পঞ্চায়েতের ২১০ নম্বর বুথে থেকে এবারের ভোটে জয়ী হয়েছিলেন গৌরাঙ্গ। শেষ ২০ দিন বাজারে সবজি নিয়ে বসতে পারেননি তিনি। তাই আজ থেকে সুযোগ পেয়েই আবার বাজারে বসা শুরু করেছেন। তাঁর কথায়, তিনি ক্লাস ৫ পাস, তারপরও দল তাঁকে প্রার্থী করেছে, এলাকার মানুষ তাঁকে জিতিয়েছে, এতেই তিনি কৃতজ্ঞ। কিন্তু নিজের কাজ থামিয়ে দিতে পারবেন না তিনি। গৌরাঙ্গ বলছেন, জেতার পর দায়িত্ব বেড়েছে, এলাকার মানুষের পাশে দাঁড়ানো তাঁর সবথেকে বড় কাজ এখন। সেটা তিনি পালন করবেন। তবে ভোটে জেতা মানেই অন্য পথে রোজগার বলে তিনি যা শোনেন, সেই কাজ কখনও করবেন না। 

এলাকায় সমাজসেবা করার জন্য তাঁর সুনাম আগে থেকেই আছে। এখন ভোটে জেতার পর স্বাভাবিকভাবেই তাঁর কদর বেড়েছে। এলাকার মানুষ ভোটে জেতার জন্য তাঁর থেকে এখন মাছ-মাংস ভাত খেতে চাইছে। তিনি সকলের আবদার মেটাবেন বলেই জানিয়েছেন। এই প্রেক্ষিতেই গৌরাঙ্গ জানান, সকালে কয়েক ঘণ্টা বাজারে বসলেই তাঁর সংসার চলে যায়। তাই বাকি সময়ে মানুষের সেবাতেই মন দিতে চান তিনি।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 9 =