গোসাবা: সকাল থেকে তুলনামূলক শান্তিপূর্ণ ভোট হলেও দফায় দফায় খানিক উত্তেজনা ছড়িয়েছে গোসাবা কেন্দ্রে। বিজেপি প্রার্থীকে নিয়ে গতকাল রাত থেকেই বিতর্ক ছিল, এবার বিতর্ক সৃষ্টি করলেন গোসাবার তৃণমূল প্রার্থী। দলীয় প্রতীক আঁকা উত্তরীয় পরে ভোট দিলেন তিনি! এই ঘটনায় ব্যাপক সরব হয়েছে বিজেপি এবং তাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
আগেই জানা গিয়েছিল যে, ভোটের আগের রাতে এলাকায় লিফলেট বিলির অভিযোগ উঠেছে গোসাবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। গতকাল রাত থেকেই উত্তেজনা সেখানে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ১০০ শতাংশ বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দিনহাটায় ২৪ কোম্পানি, শান্তিপুরে ১৯ কোম্পানি, খড়দহে ১৭ কোম্পানি ও গোসাবায় ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, দিনহাটায় বচসায় জড়ায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। দিনহাটা হাইস্কুলে উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি প্রার্থীর বচসা হয়। প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।