মোক্ষম জবাব! শোভন-কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তাঁরই পত্নী রত্না

মোক্ষম জবাব! শোভন-কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তাঁরই পত্নী রত্না

কলকাতা:  একুশের ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় তারুণ্যের জোয়ার৷ জেতা বিধায়কদের সরিয়ে টিকিট দেওয়া হয়েছে একাধিক নতুন মুখদের৷ তেমনই আবার বাদ গিয়েছেন ৮০ ঊর্ধ্ব নেতারা৷ তবে চমক এখানেই শেষ নয়৷ শোভন চট্টোপাধ্যায়কে কড়া জবাব দিতে বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল৷ 

আরও পড়ুন- বাংলায় গঠিত হবে বিধান পরিষদ, টিকিট না পাওয়া নেতাদের মনোনয়ন!

প্রসঙ্গত, ২০১৯ সালের ৪ অগাস্ট জেপি নাড্ডার হাত ধরে দিল্লিতে বিজেপি’তে যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও তাঁৎ বান্ধবা বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ ওই দিনই বেহালার এক দলীয় অনুষ্ঠানে রত্না চট্টোপাধ্যায়কে তাঁর স্বামীর ছেড়ে যাওয়া দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ওই বছরই আবার রাজনৈতিক সমীকরণ বদলে বৈশাখীকে সঙ্গে নিয়ে কালীঘাটে মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে যান শোভন৷ সেই সময় জোড় গুঞ্জন উঠেছিল, ফের ঘরে ফিরছেন তিনি৷ রত্নাকে সকল দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে বলেও নাকি শর্ত দেওয়া হয়েছিল৷ এর পরেই বেহালা পূর্বে কোঅর্ডিনেটরের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় শোভন-পত্নীকে৷ 

আরও পড়ুন-  ২ তারিখ সবাই হাসবে, এটা স্মাইলি ইলেকশন! আত্মবিশ্বাসী মমতা

পারিবারিক সমস্যার জেরে মহারানী ইন্দিরা দেবী রোডের বাড়ি থেকে গোলপার্কের বহুতলে গিয়ে ওঠেন শোভন চট্টোপাধ্যায়৷ সেই সময়েও তিনি ছিলেন বেহালা পূর্বের বিধায়ক৷ শোভনের অনুপস্থিতিতে ওই এলাকার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন রত্না৷ একুশের বিধানসভা ভোটে বেহাল পূর্ব থেকে টিকিট পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন প্রাক্তন মেয়র পারিষদ তারকা সিং, সোহম থেকে শুরু করে অনেকেই৷ কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে মোক্ষম জবাব দিতে তাঁর ছেড়ে যাওয়া কেন্দ্রে প্রার্থী করা হল তাঁরই স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে৷ স্বামীর কেন্দ্রে দাঁড়ানোর প্রস্তুতি সেরে রেখেছিলেন রত্নাও৷ 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 20 =