বুথের ভিতরেই তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুন! রক্তলীলা বঙ্গে

বুথের ভিতরেই তৃণমূল প্রার্থীকে কুপিয়ে খুন! রক্তলীলা বঙ্গে

চাকুলিয়া: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কর্মী প্রাণ হারাচ্ছেন। সকাল থেকে শুরু হওয়া ভোটে এখনও পর্যন্ত ১০ জনের বেশি জনের মৃত্যু হয়েছে। নতুন করে হিংসা এবং মৃত্যুর ঘটনা সামনে আসছে উত্তর দিনাজপুর থেকে। সেখানে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে তৃণমূল প্রার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। বুথেই মধ্যেই কংগ্রেস কর্মীদের সঙ্গে গন্ডগোলের জেরে প্রাণ হারালেন চাকুলিয়া থানার ২ নম্বর বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ভেবরা গ্রামের বাসিন্দা ওই তৃণমূল প্রার্থী। 

সকাল থেকে ওই এলাকায় ভোট ঠিক মতোই চলছিল। কিন্তু ওই বুথে তৃণমূল প্রার্থী পৌঁছতেই উত্তেজনা শুরু হয়। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ওই তৃণমূল প্রার্থী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাকুলিয়া থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল পাঠানো হয়েছে দেহ। কার্যত বুথের ভিতরের কুপিয়ে তৃণমূল প্রার্থীকে খুন করার ঘটনা। 

এদিকে আবার নদিয়ার হাতিশালা গ্রাম পঞ্চায়েতে বোমাবাজির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুথ কেন্দ্রে গুলি চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই গুলি চালাতে বাধ্য হয় আধা সেনা৷ একুশের বিধানসভা ভোটে শীতলকুচির ঘটনার পুনরাবৃত্তি যেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *