‘আক্রান্ত’ তৃণমূল প্রার্থী! অভিযুক্ত বিজেপি, প্রতিবাদে জ্বলল গাড়ি

‘আক্রান্ত’ তৃণমূল প্রার্থী! অভিযুক্ত বিজেপি, প্রতিবাদে জ্বলল গাড়ি

মগরাহাট: একদিকে শীতলকুচিতে আক্রান্ত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেছে গেরুয়া শিবির। এবার মগরাহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী গিয়াসউদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটলেও যেখানে অভিযুক্ত বিজেপি। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি বাংলায়। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি ঘিরে হামলা করা হয়। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকরা ব্যাপক বিরোধিতায় সামিল হন। এদিকে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টি এবং সংযুক্ত মোর্চার কর্মী-সমর্থকরা। 

অভিযোগ আজ সন্ধ্যায় গিয়াসউদ্দিন মোল্লা শিরকলে তার নিজের বাড়িতে ফেরার সময় অতর্কিতে বিজেপি এবং ISF কর্মীসমর্থকরা তার ওপর হামলা চালায়। এই হামলায় জখম হন গিয়াস উদ্দিন মোল্লা ও তার দেহরক্ষী। এর পরেই তৃণমূল কর্মী সর্মথকরা বিক্ষোভে ফেটে পড়েন। রাজারহাটে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। গাছের গুড়ি ফেলে অবরোধ করে দেওয়া হয় জাতীয় সড়ক। এবং মগরাহাট বিধানসভার অন্তর্গত সবকটি রাস্তাতেই অবরোধ শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত অবরোধ চলছে। তাদের দাবি দোষীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে।

এদিকে, আক্রান্ত হয়েছেন দিলীপ ঘোষ৷ তাঁর উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তিনি৷ ভাঙা হয়েছে তাঁর গাড়ির কাঁচ৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে৷ জানা গিয়েছে বুধবার কোচবিহারের শীলতকুচি কেন্দ্রের বিজেপি সমর্থকের হয়ে প্রচার সেরে ফেরার সময় আক্রান্ত হন বঙ্গ বিজেপি’র সভাপতি দিলীপ ঘোষ৷ তাঁর গাড়ি লক্ষ্য করে আক্রমণ করা হয়৷ বোমাবাজি করা হয়৷ তাঁর গাড়িতে দুটি বোমা পড়েছে বলে অভিযোগ৷ বোমা পড়েছে কনভয়ের অন্য গাড়িতেও৷ তিনি বলেন, ‘‘আমি চোট পেয়েছি৷ বাম হাতে আঘাত লেগেছে৷ বোমা, ইঁট নিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা৷ এমন অভিজ্ঞতা আগে হয়নি৷’’ 

আরও পড়ুন- ‘আমার বুকের পাটায় সেই জোর আছে, একা করতে দিইনি!’ NRC-NPR প্রসঙ্গে মমতা

প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার দিলীপ ঘোষর উপর হামলা হয়েছে৷ দার্জিলিং, খড়গপুর-সহ একাধিক জায়গায় তাঁর কনভয়ে হামলা হয়েছে৷ তবে আজকের ঘটনাকে তাঁর জীবনের চরমতম অভিজ্ঞতা বলেই উল্লেখ করেছেন বঙ্গ বিজেপি সভাপতি৷ ফেসবুক লাইভে বিজেপি সভাপতি বলেন, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই৷ মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে না৷ তাঁর কথায়, ‘‘এর আগেও আমার উপর হামলা হয়েছে৷ কিন্তু আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হল৷ সভা শেষ হওয়ার পর বোমা, বন্দুক নিয়ে আক্রমণ হয়েছে৷  তালিবানদের মতো অবস্থা। মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =