কলকাতা: পঞ্চায়েত ভোটের আবহে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সেই সংক্রান্ত বেশ কিছু মামলা এখনও চলছে কলকাতা হাইকোর্টে। হিংসা এবং অশান্তির মামলা ছাড়াও তৃণমূল কংগ্রেস বিদ্ধ হয়েছিল জাতীয় পতাকা অবমাননার অভিযোগে। তা নিয়েও হাইকোর্টে মামলা হয়। তবে পুলিশি ব্যবস্থা হওয়ায় সেই মামলা আজ নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট।
জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছিল শাসক দলের এক পঞ্চায়েত প্রার্থীর বিরুদ্ধে। উলবেরিয়া পূর্ব বিধানসভার অন্তর্গত পাঁচলা পঞ্চায়েত সমিতির প্রার্থী জাতীয় পতাকার অবমাননা করেছেন বলেই দাবি ছিল। ভোটের প্রচারের তাঁর ব্যানারে দেশের জাতীয় পতাকার ছবি থাকায় উঠেছিল এই অভিযোগ। তবে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর শুনানিতে রাজ্যের আইনজীবী জানান, ভুল করে এটা করেছিলেন ওই প্রার্থী। তিনি নিজেই এই ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং তাঁর ব্যানার থেকে জাতীয় পতাকার ছবিও মুছে দেন। অন্যদিকে, পুলিশ এই বিষয়ে এফআইআর দায়ের করে পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যেই। তাই পুলিশ ব্যবস্থা নেওয়ায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মামলাটির নিস্পত্তি করে দিয়েছেন আজ।