মুখোমুখি শুভেন্দু-সৌমেন! উত্তপ্ত তমলুক, উঠল ‘চোর’ স্লোগান!

মুখোমুখি শুভেন্দু-সৌমেন! উত্তপ্ত তমলুক, উঠল ‘চোর’ স্লোগান!

তমলুক: শহিদ শ্রদ্ধাঞ্জলিতেও বাদ গেল না রাজনীতি৷ প্রায় একই সময়ে রাজ্যের যুযুধান দুই শিবিরের নেতা ও কর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে সোমবার রীতিমতো রণক্ষেত্রর চেহারা নিল তমলুক জেল খানা সংলগ্ন বেনে পুকুর এলাকা৷ শহিদবেদীতে মালা দিতে গিয়ে শুভেন্দুকে শুনতে হল ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা!’ পাল্টা হিসেবে তেড়ে গেলেন বিজেপি কর্মীরা৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সওয়া বারোটা নাগাদ তমলুক জেলখানা সংলগ্ন বেনেপুকুর এলাকায় পৌঁছান শুভেন্দু অধিকারী এবং বিজেপির কর্মী, সমর্থকেরা৷ তার কিছু সময় আগেই সেখানে পৌঁছান তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের দাপুটে মন্ত্রী সৌমেন মহাপাত্র৷ তৃণমূল কর্মীরা মাল্যদান সেরে ফেরার সময়ই মুখোমুখি হাজির হয়ে যায় দু’পক্ষ৷ সেখানেই ভিড়ের মধ্যে থেকে শুভেন্দুর নামোল্লেখ করে চোর বলে কটাক্ষ করা হয়৷ তারই জেরে তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি৷ দু’পক্ষের কয়েকজন কর্মীকে হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা যায়৷

তবে ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ থাকায় পরিস্থিতি রণক্ষেত্র চেহারা নেওয়ার আগেই নিয়ন্ত্রণে আসে৷ তৃণমূল কর্মীদের দাবি, ‘‘চোরকে চোর বলা হয়েছে৷ এতে অন্যায়ের কি আছে!’’ অন্যদিকে বিজেপি কর্মীরা বলেন, ‘‘কে চোর সেটা এবারের ভোয়টে নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিয়েছেন৷’’ তবে এবিষয়ে শুভেন্দু বা সৌমেন মহাপাত্রর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − nine =