মমতার যাত্রাপথে ‘জয় শ্রীরাম’ স্লোগান! TMC-BJP মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র নন্দীগ্রাম

অভিযোগ, তৃণমূল নেত্রীর কনভয় যাওয়ার পথে স্লোগান তোলে বিজেপি

নন্দীগ্রাম: ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। আর এই কেন্দ্রেই দুদিন বাদে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী, দুই যুযুধান পক্ষের লড়াইকে কেন্দ্র করে নির্বাচনের আগে  তৃণমূল বিজেপির মুখোমুখি সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যাওয়ার পথে ‘জয় শ্রীরাম’ স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল আর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতিতে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবরে। এদিন নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে এই ঘটনা ঘটেছে। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। ঘাস পদ্মের এই বচসায় ভোটের দুদিন আগে এখন কার্যত তোলপাড় নন্দীগ্রাম। 

নন্দীগ্রামে এদিন শেষলগ্নের প্রচারে ঝাঁঝ বাড়াতে শুভেন্দু অধিকারীর সমর্থনে হাজির হওয়ার কথা মিঠুন চক্রবর্তীর। সদ্য গেরুয়া দলে যোগ দেওয়া এই অভিনেতাকে ঘিরে জনগণের মধ্যে এমনিতেই তুঙ্গে উন্মাদনা। তার মাঝেই টেঙ্গুয়ায় জনসভা করতে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই যাত্রাপথেই ঘটে বিপত্তি। জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে তৃণমূল ইর বিজেপি কর্মী সমর্থকরা মুখোমুখি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দুই পক্ষেই স্লোগান যুদ্ধ যাতে কোনোভাবেই প্রকৃত সংঘর্ষে পরিণত না হতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা চালান কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ।

এ প্রসঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গেরুয়া প্রার্থী শুভেন্দু অধিকারী জানান, “স্লোগান পাল্টা স্লোগান, এসব তো হবেই। ভদ্রভাবে হলে কোনো ব্যাপার না।” নন্দীগ্রামে এদিন একইসঙ্গে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের রোড শো-তেও হামলার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে অভিযোগের আঙুল রয়েছে তৃণমূলের দিকে। জমি আন্দোলনের ভিত্তিভূমিতে রাজনৈতিক জমি রক্ষার লড়াইটা শেষ মুহূর্তে যে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + six =