বাঁশ-লাঠি-ইট-বোমা নিয়ে রাজপথে দাপাল তৃণমূল-বিজেপি! রণক্ষেত্র নোদাখালি

বাঁশ-লাঠি-ইট-বোমা নিয়ে রাজপথে দাপাল তৃণমূল-বিজেপি! রণক্ষেত্র নোদাখালি

নোদাখালি: বিজেপির মিছিলকে ঘিরে শনিবার দুপুরে রণক্ষেত্রর চেহারা নিল দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা বাওলি অটোস্ট্যান্ড এলাকা। মিছিল লক্ষ্য করে উভয়পক্ষের মধ্যে চলল ইটবৃষ্টি ও বোমাবাজি। শুধু তাই নয় তৃণমূল ও বিজেপি দুপক্ষের মারপিটে আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার জেরে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে নোদাখালি থানা থেকে বিরাট পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

ঘটনায় জডিত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছে। স্থানীয় মানুষ ও পুলিশসূত্রে জানা গিয়েছে এদিন বজবজ ১ নম্বর ব্লকের বাওয়ালি বড় পোল থেকে সত্যপীর তলা পর্যন্ত বিজেপির কৃষি বিলের সমর্থনে মিছিল ছিল। মিছিলটি আস্তে আস্তে শখেরবাজারের দিকে এগোতেই ওই মিছিলকে ঘিরে তৃণমূল-বিজেপি মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রথমে বচসা এবং হাতাহাতি থেকে রক্তারক্তি বেঁধে যায়।

দুপক্ষই রণংদেহি মেজাজে থাকায় পরিস্থিতি প্রথমদিকে হাতের বাইরে চলে যায়। প্রবল ইটবৃষ্টি শুরু হয়। মুড়ি মুড়কির মত পড়তে থাকে বোমা। সংঘর্ষের ফলে বোমা এবং ইটের আঘাতে দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হন। রাস্তায় লোকজন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি দোকান বন্ধ হয়ে অঘোষিত ধর্মঘটের চেহারা নেয় এলাকা। গোটা এলাকার সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। তৃণমূলের অভিযোগ তাদের দলীয় অফিসে ভাঙচুর চালিয়েছে বিজেপি। পাল্টা বিজেপির অভিযোগ তাদের মিছিলে হামলা চালিয়েছে তৃণমূলীরা। পরে পুলিশ এসে দুপক্ষেরই কয়েকজনকে আটক করে নিয়ে যায়।

এলাকায় চলছে পুলিশের টহলদারি। বিজেপির ডায়মন্ডহারবার সংগঠনিক সহ সভাপতি সুফল ঘাঁটু অভিযোগ করে বলেন এদিন বিজেপি কেন্দ্রীয় কৃষি বিল সমর্থনে পথ মিছিল বের হয় বিজেপির। সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনী আক্রমণ করে মিছিলের উপর। বেশ কয়েক জন বিজেপি কর্মী জখম হয়। তৃণমূলের গুন্ডা বাহিনী মিছিলের উপর ইট প্যাটকেল,বোমা ছোঁড়ে।পুলিশ বিজেপির ৬ জন কর্মীকে গ্রেফতার করেছে।অথচ তৃণমূলের কাউকে গ্রেফতার করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 2 =