তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকে চায়’ পোস্টারে বাংলা বানান ভুল! চরম অস্বস্তিতে শাসকশিবির

তৃণমূলের ‘বাংলা নিজের মেয়েকে চায়’ পোস্টারে বাংলা বানান ভুল! চরম অস্বস্তিতে শাসকশিবির

নিজস্ব সংবাদদাতা, মহিষাদল: ‘বাংলা নিজের মেয়েকে চায়’, ভোটের মুখে সমগ্র রাজ্যে চলছে তৃণমূলের এই প্রচার৷ এই স্লোগানেই একুশের বুক বাঁধছে শাসকদল৷ তাই কলকাতায় রীতিমত কর্পোরেট ধাঁচে উদ্বোধন করা হয়েছিল এই স্লোগানের৷ তারপর থেকেই জেলায় জেলায় উদ্বোধন করা হচ্ছে মমতার ছবি দেওয়া এই পোস্টারের৷ কিন্তু সেখানেও বিপত্তি৷ পোস্টারে বাংলা বানানে ভুল৷ বাংলা বানান পরিণত হয়েছে বাংলতে৷ এমনই ছবি দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুর এর মহিষাদলে৷

সোমবার মহিষাদল ব্লকে বাংলা নিজের মেয়েকে চায় এই স্লোগানে পোস্টার বানিয়ে তা উদ্বোধন করা হয়৷ সেখানেই দেখা যায় বাংলা বানান ভুল৷ তবে স্লোগান এর লোগো তে বানান ভুল থানায় তা নিয়ে ক্ষমা প্রার্থনা করেন  মহিষাদল বিধানসভা তৃণমূলের কো অর্ডিনেটর দেবপ্রসাদ মন্ডল৷ 

তবে এই ভুল তো আর সামান্য ভুল নয়৷ তাই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি৷ বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন কুমার ব্যানার্জী বলেন, তৃণমূল দলটার ভাষা সম্পর্কে কোনও জ্ঞান নেই৷ তৃণমূল নেতাদের নতুন করে প্রাথমিক বিদ্যালয় এ ভর্তি হওয়া উচিত বাংলা বানান শিখে নেওয়ার জন্যে। এমনকি তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জী ও সরস্বতী পুজোর মন্ত্র জানেন না বাংলা জানেন না বলে কটাক্ষ করেন তিনি৷ 

হতে পারে প্রিন্টিং মিসটেকের কারণে এমন ভুল হয়েছে৷ কিন্তু তা জনসমক্ষে প্রকাশ করার আগে দেখে নেবেন না স্থানীয় তৃণমূল নেতারা৷ প্রশ্ন তুলছে সাধারণ মানুষ৷ আর তাতেই চরম অস্বস্তিতে স্থানীয় শাসকশিবির৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 2 =