‘বিজেপির তিন ভাগ: আদি, নব্য, পর্যটক’! নাড্ডা বঙ্গে আসতেই আক্রমণ তৃণমূলের

বলা হল, বিজেপির এখন তিনটে ভাগ, আদি বিজেপি, নব্য বিজেপি এবং পর্যটক বিজেপি! এখন বাংলায় পর্যটক বিজেপি এসে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।

কলকাতা: ফের একবার বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ইতিমধ্যেই অন্ডাল বিমানবন্দরে নেমে সেখান থেকে বর্ধমানের কাটোয়া দিকে রওনা দিয়েছেন তিনি। নাড্ডা আসতেই অন্ডাল বিমানবন্দরের বাইরে ঢাকঢোল বাজিয়ে তাঁকে স্বাগত জানায় বঙ্গ বিজেপি নেতারা। ঢাক বাজান রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়রা। তবে বিজেপির সর্বভারতীয় সভাপতির বঙ্গে আসার দিন এই তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে করা আক্রমণ করল বিজেপি শিবিরকে। বলা হল, বিজেপির এখন তিনটে ভাগ, আদি বিজেপি, নব্য বিজেপি এবং পর্যটক বিজেপি! এখন বাংলায় পর্যটক বিজেপি এসে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে।

এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, বিজেপির এখন তিনটে ভাগ হয়ে গেছে। একদল নব্য, একদল আদি এবং অন্য এক দল পর্যটক। এখন পর্যটক বিজেপিরা রাজ্যে ভিড় বাড়াচ্ছে, সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে সমস্ত ব্যাপারে। একই সঙ্গে রাজ্যের নামে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস। একইসঙ্গে নোট বন্দি এবং কৃষি আইন নিয়ে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলছে বিজেপি এমন দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সব মিলিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বঙ্গে পা রাখতেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। 

সূত্রে খবর, জগদানন্দপুরে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচির সূচনা করবেন তিনি। শুধু তাই নয়, বাংলার কৃষকদের মন পেতে ওই গ্রামের পাঁচ কৃষকের বাড়ি থেকে এক মুঠো করে শস্য সংগ্রহ করার কথা রয়েছে বিজেপি নেতার। পরবর্তী ক্ষেত্রে দুপুরে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সূত্রের খবর, একেবারে নিরামিষ খাবারের মেনু থাকছে বিজেপির সর্বভারতীয় সভাপতির জন্য। খাবারের তালিকায় থাকবে, ভাত, মুগের ডাল, শাক, ফুলকপি-পনিরের তরকারি, দই এবং মিষ্টি। আরও খবর মিলছে, এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতিকে স্বাগত জানাতে ইতিমধ্যেই বর্ধমানে আনা হয়েছে তিনটন গাঁদা ফুল এবং ৭ হাজার গোলাপের পাপড়ি! এই ফুল রোড শো করার সময় সাধারণ মানুষের উদ্দেশ্যে ছুড়বেন জেপি নাড্ডা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *