Aajbikel

শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস তৃণমূলের

 | 
তৃণমূল

চণ্ডীপুর: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর৷ স্থানীয়রা তো বটেই, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে মিছিল করা হয়েছে। আর মৃতের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসও তারা দিয়েছে বলে জানা গিয়েছে। 

শুক্রবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা। সূত্রের খবর, নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে তাদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে 'খুনি' বলে দেগে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁর গ্রেফতারির দাবিও তোলা হয়েছে। এই প্রসঙ্গে ঘাসফুল শিবিরের বক্তব্য, কনভয় থামিয়ে আহতকে উদ্ধারের প্রয়োজনীয়তা দেখাননি তিনি। পালিয়ে গিয়েছেন। 

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম শেখ ইসরাফিল (৩৩)। বাড়ি ভৈরবপুরে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবক পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন। সেই সময় হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর কনভয় এসে পড়ে। তাঁর কনভয়ের সামনে থাকা একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন ইসরাফিল। যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও এই খবর ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে শুভেন্দুর ঘনিষ্ঠ মহল৷ তাঁদের দাবি, এই ঘটনার সঙ্গে বিরোধী দলনেতা কনভয়ের কোনও সম্পর্ক নেই। 

Around The Web

Trending News

You May like