রণক্ষেত্র কুলতলি! রাজনৈতিক সংঘর্ষে মৃত তৃণমূল-এসইউসিআই কর্মী

রণক্ষেত্র কুলতলি! রাজনৈতিক সংঘর্ষে মৃত তৃণমূল-এসইউসিআই কর্মী

কুলতলি: রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি৷ তৃণমূল ও এসইউসিআই, উভয় দলের কর্মী খুন হয়েছে বলে অভিযোগ৷  গুরুতর আহত অবস্থায় ৫ জনকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ দুই দলের কর্মীদের দোকানপাঠ থেকে বাড়ি ভাঙচুর হয়েছে বলে জানা গিয়েছে৷ ঘটনার তদন্তে নেমেছে মৈপীঠ থানার পুলিশ৷

সিইউসিআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জয়কৃষ্ণ হালদার অভিযোগ করেছেন, শনিবার সকাল ৭টায় এসইউসিআইয়ের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুধাংশু জানাকে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর বাড়ি ভাঙচুর করে, হত্যা করেছে৷ দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ শনিবার সকাল থেকে তৃণমূলের বাহিনী মৈপীঠ অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে এসইউসিআইয়ের নেতা-কর্মী-পঞ্চায়েত সদস্যদের বাড়ি ঘেরাও করে তাঁদের মারধর, ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়৷ তিনি জানিয়েছেন, তৃণমূল বাইক নিয়ে বেশ কিছু জায়গায় বোমাবাজি করে৷ তাঁর অভিযোগ করেছেন, তৃণমূলের এই হামলার নেতৃত্ব দিয়েছেন অশ্বিনী মান্না। গণপিটুনিতে অশ্বিনী মান্নার মৃত্যু হয়েছে৷জয়কৃষ্ণ হালদার মন্তব্য করেছেন, এলাকার লোক অতিষ্ট হয়ে তাঁকে ঘিরে ধরে গণপিটুনি দেয়, পুলিশ গিয়ে উদ্ধার করে৷ কিছু পর তাঁর মৃত্যুর খবর জানা যায়৷

পাল্টা তৃণমূল অভিযোগ করেছে, পঞ্চায়েতের দখল নিতে এসইউসিআইয়ের কর্মীরা খুন করেছে অশ্বিনী মান্নাকে৷ তৃণমূলের ব্লক যুব সভাপতি গণেশ মণ্ডল বলেন, তৃণমূলের জনপ্রিয় নেতা অশ্বিনী মান্না৷ তাঁকে মারধর করে খুন করেছে এসইউসিআই৷ এরপরেই উত্তেজিত জনতা সুধাংশু মণ্ডলের বাড়িতে হামলা করে৷ তাঁকে খুন করে৷ সুধাংশু মণ্ডলের খুনের সঙ্গে দলের কোনও যোগ নেই বলেও দাবি তোলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *