রানিনগর: পঞ্চায়েত ভোটের ঘোষণা হওয়ার পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের রানিনগর। শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে ‘হাত’ শিবির। এখন পঞ্চায়েত ভোটের ৩ দিন বাকি, এই সময়েও উত্তেজনা ছড়াচ্ছে এলাকায়। ফের একবার দুই রাজনৈতিক দলের কর্মী-নেতারা সংঘর্ষে জড়িয়ে পড়ল। এবার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। দাবি করা হয়েছে, বেধড়ক মেরে তাদের এক কর্মীকে প্রায় আধমরা করে দেওয়া হয়েছে। ঘটনায় স্বাভাবিকভাবেই আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকায়।
তৃণমূল কংগ্রেসের তরফে জানান হয়েছে, দলীয় প্রচার সেরে ফেরার সময়ে কংগ্রেসের কিছু কর্মী তাদের কর্মীর ওপর হামলা করে। শুরুতে অকথ্য ভাষায় আক্রমণের পর আচমকা তাঁকে বাঁশ ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। মুর্শিদাবাদের রানিনগর থানার আমিরাবাদ এলাকার এই ঘটনায় রক্তাক্ত হয় ওই কর্মী। প্রথমে তাঁকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল তবে তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। সেখান থেকে তড়িঘড়ি ওই কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। বর্তমানে পুলিশ এলাকার বিভিন্ন প্রান্তে টহলদারি দিচ্ছে। কয়েক দিন আগে পর্যন্তও রানিনগরে বোমাবাজি, গুলি চলার মতো ঘটনা ঘটেছে।
যদিও কংগ্রেস এই ঘটনার দায় নিজের ওপর নেয়নি। তাদের স্পষ্ট কথা, এলাকায় সন্ত্রাসের আবহ বজায় রাখতে তৃণমূল নিজেরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বরং তারাই কংগ্রেস কর্মীদের ভয় দেখাচ্ছে, মারধর করছে সময় সময়ে। এই ঘটনার সঙ্গে কংগ্রেসের কোনও যোগই নেই।