পুরসভার উপনির্বাচন ঘিরে ধুন্দুমার, বচসা-হাতাহাতি-পথ অবরোধ বনগাঁ, আসানসোলে

পুরসভার উপনির্বাচন ঘিরে ধুন্দুমার, বচসা-হাতাহাতি-পথ অবরোধ বনগাঁ, আসানসোলে

কলকাতা: পুরসভার উপনির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তপ্ত আসানসোল। ছাপ্পা ভোটের অভিযোগে এদিন সকাল থেকে তৃণমূল এবং বিজেপি কর্মীরা বারে বারে জড়িয়েছেন সংঘর্ষ, হাতাহাতিকে। এই সময়ই এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সবে মিলে আসানসোল পুরো নিগমের ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের রূপ নিয়েছে গোটা এলাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আসানসোলের জেকে নগর মোড় এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপরে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা জমায়েত করেছিলেন। সেই সময় তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে জোড়াফুল শিবিরের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি কর্মীরা ‘বহিরাগত’ বলে দাবি করে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’পক্ষকে সরানোর চেষ্টা করে। এর মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির অভিযোগ, বাবলু পাসওয়ান নামে তাদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। ঘটনাস্থলে আরও পুলিশ যায়।

অন্যদিকে একই অবস্থা বনগাঁয়। রবিবার সকাল থেকেই পৌরসভা উপনির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এই অঞ্চলে। জানা যাচ্ছে রবিবার সকাল থেকেই তৃণমূল এবং বিজেপির কর্মীরা বারে বারে বচসায় জড়িয়েছেন। বেলা বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এবং শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতি। ফলে সকাল থেকেই উত্তেজনা ভোটকেন্দ্রের বাইরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। এখানকার বুথেও তৃণমূলের বিরুদ্ধে উঠেছে ছাপ্পা ভোটের অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব এবং বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগের আঙ্গুল তুলে বলা হয়েছে বিজেপি বিধায়কদের নেতৃত্বে বহিরাগতরা এসে জমায়েত করে ভোট গ্রহণ ব্যর্থ করার চেষ্টা করছে।

উল্লেখ্য, রবিবার বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে দু’টি ভোটগ্রহণ কেন্দ্রের ছ’টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। চতুর্মুখী লড়াই হচ্ছে এই কেন্দ্রে। এখানে তৃণমূলের প্রার্থী পাপাই রাহা। অন্যদিকে বিজেপির টিকিটে লড়াই করছেন অরূপ পাল, সিপিএম প্রার্থী করেছে ধৃতিমান পালকে এবং কংগ্রেসের হয়ে লড়াই করছেন প্রভাস পাল। তৃণমূলের কাউন্সিলর দিলীপ দাসের মৃত্যুতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচন হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *