রাজনৈতিক উত্তাপে সরগরম চিড়িয়াখানা, তৃণমূল-বিজেপি ধুন্ধুমার

রাজনৈতিক উত্তাপে সরগরম চিড়িয়াখানা, তৃণমূল-বিজেপি ধুন্ধুমার

কলকাতা: শীতের সকালে রাজনৈতিক উত্তাপে উত্তপ্ত হল পশু-পাখিদের পরিবেশ। তৃণমূল এবং বিজেপি ধুন্ধুমারে ব্যাপক সরগরম হয়েছে আলিপুর চিড়িয়াখানা। ইউনিয়ন গঠন নিয়ে সপ্তাহের প্রথম দিনেই উত্তাল পরিস্থিতি আলিপুর চিড়িয়াখানায়। সাধারণ মানুষের জন্য চিড়িয়াখানা বন্ধ থাকলেও আজ রাজনৈতিক কারণে সেখানে উপচে পড়েছিল ভিড়। বিজেপির পতাকা খুলে নেওয়াকে কেন্দ্র করে আরও বেশি উত্তাপ ছড়ায়। তৃণমূল ঘোষণা করে, ইউনিয়ন তাদের।

আরও পড়ুন- লালগড়ে বাঘাতঙ্ক! পর পর ৫ দিন মিলল খুবলানো পশুর দেহ

এদিন সকাল থেকে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী জড়ো হতে থাকে চিড়িয়াখানার সামনে। তারপর তারা ভেতরেও ঢুকে যায়। এরই মাঝে সেখানে শুরু হয় বিজেপির বিক্ষোভ। তৃণমূল কর্মীরা স্লোগান দিতে দিতে চিড়িয়াখানায় লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দিয়ে ঘোষণা করে তৃণমূল অনুমোদিত শ্রমিক সংগঠনের (আইএনটিটিইউসি) নতুন ইউনিয়ন। তাদের তরফে দাবি করা হয়েছে, এতদিন ধরে চিড়িয়াখানায় কোনও স্বীকৃত ইউনিয়ন ছিল না। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত ইউনিয়ন পথচলা শুরু করল। দক্ষিণ কলকাতা আইএনটিটিইউসি-র সভাপতি তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় ও তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে এসে এই ঘোষণাই করেন। এও বলেন যে, ৩৪৪ জন কর্মী নিয়ে এই ইউনিয়ন চলবে।

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ, চিড়িয়াখানার কর্মীদের তারা দেখভাল করে না, তাদের দাবি পুরণ করা হয় না। কিন্তু বিজেপি সব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তৃণমূলের পক্ষ থেকে যা বলা হচ্ছে তা একেবারেই সঠিক নয়। তাদের ইউনিয়ন স্বীকৃত এবং চিড়িয়াখানার স্থায়ী ও ঠিকা কর্মীরা সকলেই এই ইউনিয়নের সঙ্গে যুক্ত। একই সঙ্গে কোভিড পরিস্থিতিতে তৃণমূল কর্মীরা যেভাবে চিড়িয়াখানায় ভিড় করেছে তার চরম বিরোধিতা করা হয়েছে গেরুয়া বাহিনীর তরফে। বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান হয়েছে তৃণমূলের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 8 =