তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বীজপুর, কর্মীর বাড়ি ভাঙচুর, প্রকাশ্যে হুমকি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বীজপুর, কর্মীর বাড়ি ভাঙচুর, প্রকাশ্যে হুমকি

বীজপুর: বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর এবং মারধরকে কেন্দ্র করে উত্তপ্ত হল বীজপুর বিধানসভা এলাকা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির অভিযোগ যে তাদের কর্মীর বাড়ি ভাঙচুর করা হয়েছে একই সঙ্গে মারধর করা হয়েছে তাকে। এদিকে পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির কর্মী এবং সমর্থকরা তাদের ওপর হামলা চালিয়েছে।

জানা গিয়েছে ভোট দিয়ে আসার পর ওই বিজেপি কর্মীর ওপর হামলা করার ঘটনা ঘটেছে। তিনি নিজে নিজে জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে। একইসঙ্গে ভেঙে দেওয়া হয়েছে বিজেপির ক্যাম্প। এদিকে সংবাদমাধ্যমের সামনে বিজেপি এবং তৃণমূল কর্মীরা একে অপরের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন। প্রকাশ্যে ‘দেখে নেওয়ার’ হুমকি পর্যন্ত দেওয়া হয় ‌। সামনেই কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান দাঁড়িয়েছিলেন কিন্তু তাদেরকে কোনরকম পদক্ষেপ নিতে দেখা যায়নি ‌। এই ঘটনায় তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 3 =