হল ইট ছোড়াছুড়ি, ছিঁড়ল পতাকা! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বর্ধমান

হল ইট ছোড়াছুড়ি, ছিঁড়ল পতাকা! তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল বর্ধমান

বর্ধমান: রাজ্যের বিধানসভা ভোট পঞ্চমীর সকাল থেকেই বাংলার একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। কোথাও প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, কোথাও আবার প্রার্থীকে বন্দুক নিয়ে ঘুরতে দেখা গিয়েছে! এদিকে দক্ষিণ বর্ধমানে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইট ছড়াছড়ি থেকে শুরু করে পতাকা ছিঁড়ে ফেলার মত ঘটনা ঘটেছে সেখানে। আজ ভোটের দিন সকাল থেকেই ওই এলাকায় থমথমে ছিল। পরবর্তী ক্ষেত্রে দুই রাজনৈতিক দলের সংঘর্ষ মারাত্মক আকার ধারণ করে।

 

জানা গিয়েছে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পরে সঙ্গে সঙ্গে এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের একটি দল আসে এবং বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। স্থানীয় বাসিন্দাদের মত, এর আগে এতগুলি বছর ধরে এই এলাকায় ভোটের দিন এই ধরনের গন্ডগোলের ঘটনা ঘটেনি। তাই এবারের ভোটে যা ঘটলো তা কার্যত নজিরবিহীন ঘটনা। দুই রাজনৈতিক দলের সংঘর্ষের জেরে আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =