‘একই বৃন্তে দুটি ফুল, পদ্ম-ঘাসফুল’! সতর্ক থাকার ‘পরামর্শ’ অধীরের

তিনি জানিয়েছেন, ২৯৪ আসনের মধ্যে ১৯৩ আসনে দুই দলের সমঝোতা হয়েছে ইতিমধ্যে। আর ১০০ আসনে ফয়সালা হওয়া বাকি।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে আসন নিয়ে ফের একবার এদিন বাম এবং কংগ্রেস বৈঠকে বসে ছিল। সাংবাদিক সম্মেলন করে এ দিন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একহাত নিলেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে। তিনি দাবি করলেন এই দুটি দল একই বৃন্তে দুটি ফুলের মত, তাই বাংলার মানুষকে সতর্ক থাকতে হবে। 

এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা এবং স্বেচ্ছাচারিতার কবলে পড়েছেন সাধারণ মানুষ। স্বৈরাচারীতা বাংলার মানুষের জন্য অভিশাপ, এই অভিশাপ বহন করে আসছে ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মন্তব্য, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি এবং ঘাস ফুল। তাই বাংলার মানুষকে এদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ২৯৪ আসনের মধ্যে ১৯৩ আসনে দুই দলের সমঝোতা হয়েছে ইতিমধ্যে। আর ১০০ আসনে ফয়সালা হওয়া বাকি। প্রথম দফার বৈঠকে ৭৭ আসন নিয়ে রফা হয় দুই দলের। দুটি বৈঠকের মধ্যেই ১৯৩ আসনের সমঝোতা চূড়ান্ত হয়ে গেল বাম-কংগ্রেসের।

এদিকে, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষকদের ‘হামলা’ প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিজেপিকে এক হাত নিয়েছেন। জানিয়েছেন, বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুললেই খালিস্তানি বা পাকিস্তানি বলা হচ্ছে। সংকীর্ণতার রাজনীতি করছে বিজেপি। একই সঙ্গে বিক্ষোভকারীদের আটকানো হল না কেন সে নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, গত দশ বছরে সরকার কি কাজ করেছে তার খতিয়ান প্রকাশ করতে হবে। বাংলায় সংকীর্ণ রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস বলেও এ দিন তোপ দাগেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বাম-কংগ্রেসের জোট সংক্রান্ত বৈঠক করার পর এভাবেই বিজেপি এবং তৃণমূলকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − thirteen =