শুধু বিরোধীরা নয়, কমিশনে ভুরিভুরি অভিযোগ জানালো তৃণমূলও

শুধু বিরোধীরা নয়, কমিশনে ভুরিভুরি অভিযোগ জানালো তৃণমূলও

da7c37c3989cd472e2c5c2f4389a115d

কলকাতা: পঞ্চায়েত ভোটে হিংসা এবং অশান্তি নিয়ে বিরোধীদের অভিযোগের কোনও শেষ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিশানা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এটাও ঠিক, মৃত্যুর পরিসংখ্যানে দেখা গিয়েছে, তালিকায় বেশি রয়েছে তৃণমূল কর্মীরাই। গোটা পঞ্চায়েত ভোটের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনে নানা অভিযোগ এনেছে বিরোধী পক্ষ। তবে তাৎপর্যপূর্ণ বিষয়ে, অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসও। জানা গিয়েছে, শাসক শিবিরের পক্ষ থেকে প্রায় সাড়ে চারশো অভিযোগ জানানো হয়েছে। 

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। আজ পুনর্নির্বাচনেও একাধিক মৃত্যুর কথা সামনে আসছে। তৃণমূলের দাবি, বেশিরভাগ মৃত্যু তাদের কর্মী-সমর্থকদেরই হয়েছে। বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হয়েছে। এছাড়াও হুমকি দেওয়া, ভাঙচুরের মতো ঘটনাও তাদের সঙ্গে ঘটেছে। এই অবস্থায় বিরোধীদের ষড়যন্ত্র, খুনের রাজনীতির অভিযোগ তুলে ঘাসফুল শিবির দ্বারস্থ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। এক্ষেত্রে তারা বিজেপি সহ অন্যান্য বিরোধীদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ‘ব্যর্থতা’ নিয়েও সরব হয়েছে তারা।   

দলের শীর্ষ নেতৃত্ব ছাড়া জেলাস্তরের নেতৃত্বও আলাদা করে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে। মোট ৪৪০টি অভিযোগ জানান হয়েছে বলে সূত্রের খবর। তৃণমূলের সাফ কথা, বিরোধীরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দলকে বদনাম করার চেষ্টা করেছে। সবথেকে বেশি মৃত্যু এটাই প্রমাণ করে যে বিরোধীরা সন্ত্রাস করেছে, তৃণমূল নয়।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *