দিনহাটা: চতুর্থ দফার নির্বাচন শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক জায়গায় প্রথম তিন দফার মতোই উত্তেজনার খবর আসছে। শীতলকুচিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কারণ সেখানে গুলিতে মৃত্যু হয়েছে ভোটারের। এবার দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল। একই সঙ্গে তার ভাইপোকে অপহরণ করে রাখার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস প্রার্থীর মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। এলাকায় ব্যাপক উত্তেজনা।
তৃণমূল কংগ্রেসের ওই এজেন্টের দাবি, তিনি প্রথমে যখন বুথে আসেন তখন তার ভাইপোকে কার্যত অপহরণ করে তাকে হুমকি দেওয়া হয় যে, তিনি সেখান থেকে না বেরোলে তার ভাইপোকে ছাড়া হবে না। এই সময় তার ভাইপোকে মারধর করা হয় এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই কারণে তিনি সকালে বুথে ঢুকেও সেখান থেকে বেরিয়ে চলে যান। এই ঘটনায় ওই বুথের প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তৃণমূল কংগ্রেস গোটা ঘটনার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছে। এর পাশাপাশি অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কারণ জানানো হচ্ছে এই গোটা ঘটনার সময় বাহিনী কার্যত নিষ্ক্রিয় ছিল। অবশেষে তৃণমূল কংগ্রেস প্রার্থীর আশ্বাস পেয়ে ঐ এজেন্ট বুথে যান। এই ঘটনায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় মহিলা তৃণমূল কর্মীদের একাংশ।