কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ শাসকের বিরুদ্ধে, নিহতের বাড়ি যেতে পারেন অধীর

কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ শাসকের বিরুদ্ধে, নিহতের বাড়ি যেতে পারেন অধীর

কলকাতা: পঞ্চায়েত ভোটের ঘোষণা হয়েছে ঠিকমতো ২ দিনও হয়নি। গতকালই মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হয়েছে মাত্র। এরই মধ্যে খুনের ঘটনায় অভিযুক্ত হল শাসক দল তৃণমূল। মুর্শিদাবাদের খড়গ্রামে এক কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার নিহতের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। স্বাভাবিক এই ঘটনায় প্রশ্ন উঠে গিয়েছে আসন্ন পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় এক কংগ্রেস কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পনেরো জন দুষ্কৃতী! খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামের এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, দুষ্কৃতীরা ছয় রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ ওই নেতাকে সঙ্গে সঙ্গে কান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় আহতও হয়েছেন তিন জন। জানা গিয়েছে, এই ঘটনার দশ ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বাকিদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে কংগ্রেস।