গড়বেতা: রাজনৈতিক হিংসার ঘটনা কিছু কম হচ্ছে না বাংলায়। গত মাসে পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়া থেকে শুরু করে আজ, শনিবার পর্যন্ত লাগাতার অশান্তির ঘটনা ঘটেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। একাধিক মৃত্যু যেমন হয়েছে, তেমনই বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ভোটের ফলাফল মিটে যাওয়ার তিনদিন পরেও একই রকম ঘটনা। এবার তৃণমূল বিদ্ধ হল অন্য এক ঘটনায়। অভিযোগ, বিজেপির পোলিং এজেন্টের মুখে প্রস্রাব করে দেওয়া হয়েছে! যদিও এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে ঘাসফুল শিবির।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপি অভিযোগ করেছে, তাদের এক পোলিং এজেন্টকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধর করে তৃণমূল। তারপর সে জল চাইলে মুখে প্রস্রাব করে দেওয়া হয়! শুক্রবার রাতে ওই বিজেপি কর্মীকে ভর্তি করানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। তাঁকে দেখতে যান জেলার বিজেপির নেতারা। তখনই এই গুরুতর অভিযোগ করা হয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করেছে, এলাকায় পিকনিক করা হবে বলে তৃণমূলের লোকজন অনেকের থেকে টাকা চেয়েছিল। ওই বিজেপি কর্মী টাকা দিতে না পারায় তাঁকে এইভাবে মারধর করে হেনস্থা করা হয়েছে।
গেরুয়া শিবিরের বক্তব্য, পীড়িত এই বিজেপি কর্মী গরিব। তার কাছে অত টাকা নেই দেওয়ার মতো। তাও তৃণমূলের তরফে তাকে হেনস্থা করা হল। এর থেকে ঘৃণ্য ঘটনা আর কিছু হতে পারে না। এই ঘটনার বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারিও মিলেছে। তবে তৃণমূল এটি শুধুমাত্র ‘আষাঢ়ে গল্প’ ছাড়া কিছু বলছে না। বরং তাদের বক্তব্য, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বের সময় বা ভোটের দিন কোনও গন্ডগোল হয়নি এখানে। তাই এখন এমন ঘটনা ঘটার কোনও কারণ নেই।