শীতলকুচি ছাড়া শান্তিপূর্ণ ভোট! কমিশনের পর্যবেক্ষণে খুশি তৃণমূল

শীতলকুচি ছাড়া শান্তিপূর্ণ ভোট! কমিশনের পর্যবেক্ষণে খুশি তৃণমূল

d2817b26a0bd5b51616234b756ddd466

কলকাতা: বাংলা বিধানসভা ম্যারাথন নির্বাচনের আজ শেষ দফা। এর আগের সবকটি দফাতে টুকরো অশান্তির চিত্র ধরা পড়েছে ঠিকই কিন্তু নির্বাচন কমিশন জানাচ্ছে যে আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বাংলায়। ‌ শুধুমাত্র শীতলকুচি ছাড়া বাকি নির্বাচন শান্তিপূর্ণ বলেই জানাচ্ছে তারা। নির্বাচন কমিশনের এই মন্তব্যকে হাতিয়ার করে বিজেপিকে এক হাত নিল তৃণমূল কংগ্রেস। দাবি করা হল, বিজেপি বারংবার বাংলাকে অপমান করার জন্য এবং কুৎসা রটানোর জন্য রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয় না বলে দাবি করে। কিন্তু নির্বাচন কমিশনের এই বক্তব্য তাদের দাবিকে নস্যাৎ করে দিয়েছে।

এদিন তৃণমূল সাংসদ সৌগত রায়ের নেতৃত্বে চারজনের এই প্রতিনিধি দল কলকাতার সিইও দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায় সহ ও চন্দ্রিমা ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌগত রায় বলেন, বারবারই দিল্লির বিজেপি নেতারা অভিযোগ করছেন, বাংলায় শান্তিপূর্ণভাবে ভোট হয় না। তারা শুধুমাত্র বাংলাকে বদনাম করতে চান। আজ নির্বাচন কমিশন জানিয়েছে যে রাজ্যে শুধুমাত্র শীতলকুচি ঘটনা ছাড়া বাকি জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। এটা আনন্দের খবর। 

এর পাশাপাশি অবশ্য গণনার দিন যে নিয়ম বেঁধে দিয়েছে কমিশন তার সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। এক্ষেত্রে দাবি করা হচ্ছে, ভোট গণনার আগে গণনা কেন্দ্রগুলোতে এজেন্ট, কাউন্টিং এজেন্ট ও প্রার্থীদের প্রবেশের ক্ষেত্রে ‘‌কোভিড নেগেটিভ’‌ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু গণনাকেন্দ্রের ভিতরে পোলিং অফিসার ও বাইরে যত হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা মোতায়েন থাকবেন, তাঁদের কোভিড টেস্টের কথা এই নির্দেশিকায় উল্লেখ করা হয়নি। কমিশনের এই নির্দেশিকা ত্রুটিপূর্ণ বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *