Aajbikel

প্রার্থী তালিকা প্রকাশ বামেদের, প্রথম তালিকায় ৮ নতুন মুখ

 | 
সিপিএম

কলকাতা: প্রথম দফায় ১৬ আসনে প্রার্থিতালিকা ঘোষণা করল রাজ্য সিপি। বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করার সময় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, এই ১৬ জনের মধ্যে ১৪ জনই নতুন মুখ। বিমানের এই দাবি ‘ভুল’ নয়। কারণ, ওই তালিকায় নাম থাকা ১৪ জনই লোকসভা ভোটে প্রথমবার প্রার্থী হলেন। তাঁদের মধ্যে অনেকেই ভোটের ময়দানে লড়েছেন৷ কেউ জিতেছেন, কেউ হেরেছেন৷ কারও আবার হারা-জেতা উভয়েরই অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে প্রথম তালিকার ১৬ জনের মধ্যে আট জন ভোট ময়দানে একেবারেই ‘নতুন’।

বাঁকুড়া কেন্দ্রের সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সিপিএমের টিকিট পেয়েছেন দীপ্সিতা। সৃজন লড়বেন দমদমে। বিধানসভার প্রাক্তন স্পিকার তথা অধুনা প্রয়াত হাসিম আব্দুল হালিমের পুত্রবধূ সায়রা শাহ হালিমকে দক্ষিণ কলকাতা থেকে টিকিট দেওয়া হয়েছে৷ তিনি সম্পর্কে অভিনেতা নাসিরউদ্দিন শাহের ভাইঝি।  আসানসোলের সিপিএম প্রার্থী জাহানারা খান৷ হুগলির বাম প্রার্থী মনদীপ ঘোষ। তমলুক থেকে লড়ছেন সায়ন বন্দ্য়োপাধ্যায়। এঁদের অনেককেই ‘নতুন মুখ’ বলে উল্লেখ করা হলেও, আসলে ভোটের ময়দানে এঁরা ‘নতুন’ নন। ‘নতুন’ লোকসভার ভোটে৷ 

Around The Web

Trending News

You May like