“…অসুর নিধন” তিলোত্তমার মা-বাবার অডিও মেসেজ! মণ্ডপে মণ্ডপে প্রতিবাদের উৎসব | Tilottama Mother Audio Message

তিলত্তোমার মায়ের স্পেশাল অডিও মেসেজ (Tilottama Mother Audio Message) কলকাতা: তাঁর দুর্গার কী হবে? মন্ডপে মন্ডপে তিলত্তোমার মায়ের স্পেশাল অডিও মেসেজ! আরজি করের নির্যাতিতার মা…

TMCP Ashish Pandey Arrest Latest Updates

তিলত্তোমার মায়ের স্পেশাল অডিও মেসেজ (Tilottama Mother Audio Message)

কলকাতা: তাঁর দুর্গার কী হবে? মন্ডপে মন্ডপে তিলত্তোমার মায়ের স্পেশাল অডিও মেসেজ! আরজি করের নির্যাতিতার মা বাবার এই অনুরোধ শুনলে চোখ ফেটে জল আসবে! তাঁদের দুর্গা বিসর্জন হয়েছে অনেক আগেই! আনন্দের নয়, উৎসব হোক প্রতিবাদের।

চারিদিকে উৎসবের আমেজ। আলোর রোশনাই। কিন্তু মেয়েকে হারিয়ে তিলো তোমার মা-বাবা গুমরে কাঁদছেন। ঘর অন্ধকার। নিভেছে আলো। লোকজনের আনাগোনা নেই। বাড়ির পুজোর হইচই নেই। মেয়ে নেই বলে কিচ্ছু নেই। এবছর শুধু আছে বাড়ির সামনে একটা ধরনা মঞ্চ। আর একটাই দাবি।

Tilottama Mother Audio Message Durga Puja

মায়ের মন সেখানেই আটকে (Emotional Appeal for Justice)

সমাজ, দুনিয়া। হয়তো সবাই সবটা ভুলতে পারে। কিন্তু মায়ের মন সেখানেই আটকে। তাই মন্ডপে মন্ডপে যখন জনজোয়ার, দেবী দর্শনের ভিড়। উৎসব যখন চলছে নিজের তালেই, তখনও নির্যাতিতার মা মনে একরাশ কষ্ট চেপে মেয়ের সুবিচারের দাবিকেই বুকে আঁকড়ে বসে আছেন। আর একটা স্পেশাল মেসেজ এই পুজোতে পৌঁছে দিতে চেয়েছেন মণ্ডপে মন্ডপে। প্রতিটা মানুষের মনে। নাড়া দিতে চেয়েছেন দর্শনার্থীদের মস্তিষ্কে। যা খুলতে দেবে না আরজিকরের ঘটনা কে। নির্যাতিতাকে। ৯ ই আগস্ট কে। আর অবশ্যই প্রতিবাদ, আন্দোলনকে। কি রয়েছে সেই অডিও বার্তায়?

Audio Message Details and Release

যন্ত্রণা জড়িয়ে.. (Audio Message Details and Release)

“আমি তিলোত্তমার মা বলছি। আমার মেয়ে কি সত্যিই চলে গিয়েছে? না। যাঁরা আন্দোলনকারী, যাঁরা আমার মেয়ের জন্য লড়ছেন, আমার মেয়েকে নিজের মেয়ে মনে করেছেন, তাঁদের মধ্যেই আমার মেয়ে বেঁচে রয়েছে। তবে আমার অনেক আশা ছিল। পুজো নিয়ে মেয়ে অনেক পরিকল্পনা করেছিল এবার। সবার সঙ্গে আনন্দ করবে। নিজের হাতে সব কাজ করবে। কিন্তু, পুজোর আগেই আমার দুর্গার বিসর্জন হয়ে গিয়েছে। তবে তার জন্য আমি যাতে সুবিচার পাই, সেজন্য আপনারা রাস্তায় নেমেছেন।”

এই কথাগুলোই সাজিয়ে বলা হয়েছে অডিও মেসেজে। সঙ্গে মেয়েকে হারানো এক অসহায় মায়ের তীব্র যন্ত্রণা জড়িয়ে আছে এতে। অলরেডি পুজো উদ্যোক্তাদের কাছে আর জি কর-কাণ্ডে নিহত নির্যাতিতার মা-বাবার আর্তির অডিও চালানোর আর্জি জানিয়ে চিঠি দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

বিচারের দাবিতে মণ্ডপে মণ্ডপে ‘দ্রোহ মঞ্চ ও শপথ কোণ’ তৈরির আবেদনও করেছেন ডাক্তাররা। উদ্দেশ্য একটাই, আর জি করের ঘটনাকেও উৎসবের মাঝে মনে রাখুক মানুষ। যেভাবে মনে রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকেরা। তাই অডিও মেসেজে, চিকিৎসকদের আন্দোলনের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন নির্যাতিতার মা বাবা। বলেছেন,

“সমস্ত চিকিৎসক আন্দোলন করছেন। তাঁরা তো আন্দোলন করার জন্য ডাক্তার হননি। কিন্তু, পরিস্থিতি তাঁদের রাস্তায় নামতে বাধ্য করেছে।”

Emotional Appeal for Justice
আরজি কর

অডিয়ো বার্তার শেষে তিলোত্তমার মা বলেন,

“সমস্ত জনসাধারণকে বলব, পুজোর সময় যাঁরা ঠাকুরের কাছে গিয়ে দাঁড়াবেন, তাঁরা নিজেদের মেয়ে, আমার মেয়ে যাতে সুবিচার পায়, তার জন্য প্রার্থনা করবেন। আর এই পৃথিবীতে যে অসুর হয়েছে, সেই অসুর নিধন যেন মা করে যান, তার জন্য প্রার্থনা করতে সবাইকে অনুরোধ জানাব।”

অডিও বার্তা বাজানোর.. (Durga Puja Pandal Tributes)

এই গোটা অডিয়ো মেসেজটা প্রতিটা পুজো মণ্ডপে তুলে দেবেন আন্দোলনরত চিকিৎসক সংগঠনগুলির মঞ্চ। অনুরোধ করা হবে, প্রতি ঘণ্টায় এই অডিও বার্তা বাজানোর জন্য। যারা রাজি হবে, সেই সব পুজো কমিটিতে শোনা যাবে এই তিলোত্তমার মা বাবার এই অডিয়ো বার্তা।

এবারের পুজোটা তাঁদের কাছে অন্যরকম। তিন বছর আগে মেয়ের আবদারে বাড়িতে যে দুর্গাপুজো শুরু হয়েছিল এবার সেই পুজো বন্ধ। তাই পুজোর কদিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পানিহাটির বাড়ির সামনে মঞ্চে ধরনায় বসবেন তিলোত্তমার মা-বাবা। মায়ের মতই মেয়েকে হারানোর যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে বাবাকেও। ওই অডিওতে নির্যাতিতার বাবা বলছেন,

“গত ৯ অগাস্ট আমার মেয়ে এই পৃথিবীর ছেড়ে চলে গিয়েছে। চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু আজকে আমার পরিবার অনেক বড় হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ ভারতবাসী, দেশের বাইরের মানুষও আমার পরিবারের সদস্য হয়েছেন। আর আমার মেয়ে যাতে সুবিচার পায়, সেজন্য তাঁরা আন্দোলন করে যাচ্ছেন। চাইব যতদিন আমার মেয়ে সুবিচার না পায়, ততদিন তাঁরা যেন আমার পাশে থাকেন।”

Durga Puja Pandal Tributes
rg kar night

তবে আবেদন, আর্জি, আর্তি জানানোর সাথে সাথে রাজ্য সরকারের মানবিকতা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। তিলোত্তমার মা-বাবা বুঝিয়ে দিয়েছেন এই উৎসব আনন্দের নয় প্রতিবাদের। তাই পরিবারের লোকজন নিয়ে তারা এই কদিন ধর্নামঞ্চে। আর মনের কোণে থাকবে একটাই আশা, অসুর নিধন হবেই। তাতে মেয়েটা অন্তত সুবিচার পাবে।

আরও পড়ুন..

RG Kar : স্বচ্ছ ভাবে চলবে জুনিয়র চিকিৎসকদের অনশন, তাই রয়েছে সিসি ক্যামেরা, কাকে বার্তা দিতে চাইলেন তাঁরা?

আরজি কর ঘটনার ৫৮ দিনের মাথায় প্রথম চার্জশিট দিল CBI, অভিযুক্ত একজনই

BengalTilottama Mother Audio Message – Tilottama’s mother’s emotional audio message to be played at Durga Puja pandals, spreading awareness and seeking justice.