ফের আক্রান্ত পুলিশ, রাস্তায় ফেলে পুলিশ পেটাল টিকিয়াপাড়ার জনতা

ফের আক্রান্ত পুলিশ, রাস্তায় ফেলে পুলিশ পেটাল টিকিয়াপাড়ার জনতা

হওড়া: ফের আক্রান্ত পুলিশকর্মী৷ এবার জনতার হাতে মার খেলেন হাওড়ার টিকিয়াপাড়ার পুলিশ৷ রাস্তায় ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, লাঠি, গাড়ি ভাঙচুর অতি উত্তেজিত জনতার৷ বেলিলিয়াস রোডে পুলিশের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে বাংলায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’টি থানার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে হাওড়া টিকাপাড়া এলাকায়৷

জানা গিয়েছে, করোনা হটস্পট এলাকায় আজ লকডাউন বিধি কার্যকর করতে যায় পুলিশবাহিনী৷ অভিযোগ, ভিড় নিয়ন্ত্রণ করতে বলায় পুলিশের উপর হামলা করা হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মার খেতে হয় পুলিশকর্মীদের৷ ভাঙচুর করা হয় পুলিশের দু’টি গাড়ি৷ রাস্তায় ফেলে মারা হয় পুলিশকে৷ এলাকায় ভিড় জমাতে বাধা দেওয়ায় পুলিশের উপর হামলা চালানো হয়৷ হাওড়া টিকাপাড়া পুলিশের উপর হামলার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ উত্তেজিত জনতার থেকে প্রাণ বাঁচাতে পালতে বাধ্য হল পুলিশকর্মীরা৷ ব়্যাফকে ঘিরে ধরে মার ও তাড়া করে এলাকা ছাড়া করা হয়৷ থানা লক্ষ্য করে ছোড়া হয় ইট৷ ব়্যাফ ও পুলিশের উপর জনতার হামলার ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

স্থানীয়দের মারে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী৷ তাদের রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে৷ পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া থেকে গাড়ি ভাঙচুর করা হয়৷ অতি উত্তেজিত জনতার তাণ্ডব নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 7 =