সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক, ভয়ে কাঁটা গোটা গ্রাম

সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক, ভয়ে কাঁটা গোটা গ্রাম

পাথরপ্রতিমা : আবারও সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক। আতঙ্কিত গোটা গ্রামের মানুষজন। এলাকায় ঘাঁটি গেড়েছেন বনকর্মীরা। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

রবিবার বিকালে পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুর অঞ্চলের দক্ষিণ কাশীনগরের কাছে সরলার জঙ্গল লাগোয়া নদীর পাড়ে দুটি বাঘ দেখতে পায় কয়েকজন মৎস্যজীবী। তড়িঘড়ি মৎস্যজীবীদের কেউ কেউ নিজেদের মোবাইলে বাঘের ছবিও তোলেন। দেখতে পাওয়া যায় বাঘের পায়ের ছাপও। আর এই খবর চাউর হতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

বাঘ ঢুলি, ভাসানী দু’নম্বর জঙ্গল থেকে ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে বলে এলাকার বাসিন্দারা মনে করছেন। আতঙ্কের মধ্যে পরিবারের সদস্যদের ঘর বন্দি করে রাত পাহারার সামিল হয় পুরুষরা। তীব্র আতঙ্কের মধ্যে কাটে সারারাত। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে, সকালে এলাকায় আসে বনবিভাগের রায়দিঘি রেঞ্জের অফিসার ও কর্মীরা।

এরপর বনকর্মীদের উদ্যোগে সরলা জঙ্গল লাগোয়া দক্ষিণ কাশীনগর এলাকায় জাল লাগানোর কাজ শুরু হয়। গ্রামের শিশু, মহিলা ও বয়স্ক মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। নদীর পাড় বরাবর ও গ্রামের বেশ কিছু জায়গায় আলো লাগানো হয়। ব্যবস্থা করা হয় জেনারেটরের। সকল থেকেই এলাকায় নজরদারি চালানো হচ্ছে। রাত ভোর তা জারি থাকবে। তাদের সাথে সমস্ত রকম সহযোগিতা করছে এলাকার বাঘ রক্ষা কমিটির সদস্যরা। একই সঙ্গে বনকর্তারা বলছেন, বাঘকে কেন্দ্র করে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ তাতে পরিস্থিতি আরও ঘোরাল আকার নিতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *