হেলেঞ্চা: স্কুল উন্নয়ন ফান্ডের ১৮ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা উচ্চবিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত প্রধানশিক্ষক অঘোরচন্দ্র হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি।
২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ছিলেন অঘোরচন্দ্র হালদার। অভিযোগ তার কার্যকালে তিনি স্কুল উন্নয়ন ফান্ডের সরকারি টাকা থেকে প্রায় ১৮ লক্ষ টাকা স্কুল কমিটিকে না জানিয়ে তুলে নেন। ২০১৯ সালের জুন মাসের স্কুলে নতুন প্রধানশিক্ষক আসেন। তারপর থেকেই অঘোরবাবুকে স্কুলের হিসাব বুঝিয়ে দিতে বলা হয়।
কিন্তু অভিযোগ উঠেছে বারবার বলার পরও বিষয়টিতে কর্ণপাত করছেন না তিনি। উল্টে হিসাব চাওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন সরকারকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ। ঘটনার বিবরণ লিখিত আকারে এডিআই ও ডিআইকে জানানো হয়েছে। অভিযুক্ত অঘোরচন্দ্র হালদারের বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি চন্দন সরকার। এ বিষয়ে চন্দন সরকার বলেন, অঘোরবাবুকে বারবার বলা সত্ত্বেও তিনি কোন কথার কর্ণপাত করছে না। বরং হিসাব দেবেন না বলে জানিয়ে দিয়েছেন।
এ বিষয়ে অঘোরচন্দ্র হালদার বলেন, ৭ মাস আগে তিনি সমস্ত হিসাব প্রধানশিক্ষককে বুঝিয়ে দিয়েছেন। তাঁর দাবি, হিসাবে কোনো গরমিল থাকলে তখনই তাকে কেন বলা হয়নি। তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাঁসানোর জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিষয়ের সত্যতা স্বীকার করে বর্তমান প্রধানশিক্ষক শুভেন্দু বিশ্বাসের দাবি, তাকে কিছু হিসাব দিলেও পূর্ণাঙ্গ হিসাব বুঝিয়ে দেননি অঘোরবাবু। তবে বিষয় নিয়ে প্রধানশিক্ষকের বক্তব্যে কিছুটা হলেও ধন্দ দেখা দিয়েছে। যেখানে ম্যানেজিং কমিটির সভাপতির এতবড় অভিযোগ সেখানে কীভাবে প্রধানশিক্ষক বিষয়টি এত হালকা করে দেখছেন তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।