ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, তৈরি রাখুন ছাতা-কম্বল

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, তৈরি রাখুন ছাতা-কম্বল

2527683dd5c604787a00012f8768c6e4

কলকাতা: আকাশের মুখ ভার, বসন্তের ঝরছে ঝিরিঝিরি বৃষ্টি ধারা। পাশাপাশি মৃদুমন্দ শীতল বাতাস বইছে। বিহার ও ঝাড়খণ্ডের উপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, তার জেরেই এই বৃষ্টিপাত। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পুবালি এবং পশ্চিমি বাতাসের সংঘাতে আরও শক্তিশালী হয়েছে এই ঘূর্ণাবর্ত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে ঢুকছে জোলো বাতাস। এই দু’টি ঘটনার প্রভাবে বুধবার পর্যন্ত পাহাড় থেকে সমতলে চলবে বৃষ্টি।

উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম শহর কলকাতা সকাল থেকেই বিরক্তিকর বৃষ্টিতে নাজেহাল শহরবাসী।বৃষ্টি শুরু হয়েছে উত্তর পূর্ব, পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর সূত্রে খবর বজ্রবিদ্যু- সহ বৃষ্টি হবে আজ রাজ্যজুড়ে। উত্তরবঙ্গের উপরের ৫ জেলায় বৃষ্টি বাড়বে আগামীকাল।

মালদা, ২ দিনাজপুর জলপাইগুড়ি, নদিয়া, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনায় দু-এক পশলা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি চলবে।তবে বৃষ্টি শেষে নতুন করে ঠান্ডা পড়ার সুযোগ আর নেই। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কমলেও, তাতে শীত ফেরার আশা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *