Aajbikel

সকাল থেকেই আকাশের মুখ ভার, আজ দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

 | 
বৃষ্টি

কলকাতা: সকাল থেকেই মেঘলা আকাশ৷  কালো মেঘে ঢাকা পড়েছে আকাশের মুখ। গতকাল সন্ধ্যার ঝড়-বৃষ্টির পর অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ৷ তীব্র গরমের হাত থেকে মিলেছে খানিক স্বস্তি৷ বুধবার সারাদিন আকাশের মুখ থাকবে ভার৷ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে ৫০-৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ 

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া সহ দক্ষিণ বঙ্গের প্রায় সবকটি জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরে তাপমাত্রা সামান্য কমলেও আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে রাজ্যজুড়ে। সঙ্গে বইবে কালবৈশাখীর ঝড়ো হাওয়া৷ 

বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও৷ সেই সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। বৃহস্পতিবার  ঝড়বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে। শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদহ ও দুই দিনাজপুরে৷ আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে। মুষলধারে বৃষ্টি নামবে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে৷

বুধবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এর জেরেই বৃষ্টি৷ একইসঙ্গে বর্ষাও কিছুটা এগিয়ে আসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা৷ আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার আগমন ঘটবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে৷ 


 

Around The Web

Trending News

You May like