ধেয়ে আসছে কালবৈশাখী, টানা ৪ দিন দুর্যোগের পূর্বাভাস

ধেয়ে আসছে কালবৈশাখী, টানা ৪ দিন দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: চোখ রাঙাচ্ছে করোনা৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ দেশজুড়ে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২৬৯১৭ জন৷ মৃত্যু হয়েছে ৮২৬ জনের৷ গোটা বিশ্বজুড়ে যখন মহামারী করোনা তাণ্ডব চালাচ্ছে, ঠিক তখনই টানা ৪ দিন লাগাতার কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর৷ আর তাতেই কৃষি ক্ষেত্রে বড় সমস্যা হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪ দিন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে৷ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের কালবৈশাখী হতে পারে৷ ঝড়ের গতিবেগ থাকতে পারে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ আগামী চার দিন টানা কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এর জেরে এপ্রিলের শেষবেলায় গরম কিছুটা কমবে৷

কিন্তু, কেন এই পরিস্থিতি? আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বিহার লাগোয়া উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে৷ তাতেই বিপুল পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারিত করেছে৷ আর তাতেই  কালবৈশাখীর পরিস্থিতি তৈরি করছে৷

অন্যদিকে, এই মুহূর্তে মাঠে ধান কাটার পর্ব চলছে৷ গোটা ফসল ঘরে তুলতে পারেননি কৃষকরা৷ ফসল তোলার মুখে ঝড় বৃষ্টি হলে প্রভূত ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ একইসঙ্গে ঝড়ে আম চাষিদের মাথায় হাত৷ করোনায় কর্মীর অভাবে এমনিতেই আমগাছে পর্যাপ্ত পরিচর্যা করে উঠতে পারেননি অধিকাংশ আমচাষি৷ এবার টানা ৪ দিনের কালবৈশাখী ঝড়ে আমে ক্ষতির আশঙ্কাও রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *