কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রগর্ভ মেঘের থেকে কোথাও কোথাও ঝড় হতে পারে। আজ, বৃহস্পতিবার আকাশ কিছুটা মেঘলা হবে। রাতের দিকে কোথাও কিছুটা বৃষ্টি হলেও হতে পারে। তবে কাল, শুক্রবার বৃষ্টির মাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে কেন্দ্রীয় অবহাওয়া দপ্তর সূত্রে খবর৷ বৃষ্টির রেশ আরও চলবে কি না, সেটা আজ কিছুটা বোঝা যাবে৷
এই সময়টা কালবৈশাখীর। ফেব্রুয়ারির শেষাশেষি সময় থেকে কালবৈশাখীর ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। বর্ষা আসার আগে মে মাস পর্যন্ত কালবৈশাখীর সময় থাকে। ইতিমধ্যে ফেব্রুয়ারির শেষ লগ্নে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জোরালো কালবৈশাখীর হানা হয়ে গিয়েছে। ওই দফায় প্রায় চারদিন ধরে দফায় দফায় ভালো পরিমাণ বৃষ্টি হয়। তারপর আর এক দফা বৃষ্টি হলেও তা খুব একটা জোরালো ছিল না। ফেব্রুয়ারির শেষ লগ্নে যে পরিস্থিতি আবহাওয়ামণ্ডলে সৃষ্টি হয়েছিল, তা আবার তৈরি হচ্ছে।