রাতভর বৃষ্টিতে স্বস্তির পরশ! সকালেও আকাশের মুখ ভার, কতদিন চলবে এমন?

কলকাতা: প্যাচপ্যাচে গরমের হাত থেকে মিলল নিস্তার৷ অবশেষে স্বস্তির বারিধারা দক্ষিণবঙ্গে৷ বৃহস্পতিবার রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে৷ শুক্রবার সকালেও বৃষ্টি থামার লক্ষণ…

কলকাতা: প্যাচপ্যাচে গরমের হাত থেকে মিলল নিস্তার৷ অবশেষে স্বস্তির বারিধারা দক্ষিণবঙ্গে৷ বৃহস্পতিবার রাত থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কলকাতা-সহ সংলগ্ন জেলাগুলিতে৷ শুক্রবার সকালেও বৃষ্টি থামার লক্ষণ নেই৷ মুখ ভার আকাশের৷ সঙ্গে দোসর দমকা হাওয়া৷ সপ্তাহান্তে যে বৃষ্টি নামবে, সেই ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিল হাওয়া অফিস৷ শুক্রবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দুপুর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে।

 

বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ এক বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টি৷ কোথাও কোথাও আবার সঙ্গী ঝোড়ো হাওয়ার দাপট৷ আগামী কয়েক দিন ঝড়-বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর৷

 

ঘূর্ণিঝড় রেমাল-এর প্রভাব কাটতেই ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গে৷ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করলেও, আর্দ্রতা জনিত অস্বস্তি ছিল প্রবল৷ বৃহস্পতিবার রাতে বৃষ্টি নামতেই স্বস্তির হাওয়া দক্ষিণে৷ কলকাতার পাশাপাশি বৃষ্টি শুরু হয়েছে কোচবিহার, উত্তর দিনাজপুর, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগণা, বীরভূম ও পূর্ব বর্ধমানের কিছু অংশেও৷ শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে৷ ঝেঁপে বৃষ্টি নামবে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, কলকাতা, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে৷ থাকবে মেঘের গর্জন। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও জানানো হয়েছে৷

 

শুধু দক্ষিণে নয়, বৃষ্টি হবে উত্তরবঙ্গেও৷ আগামী দু-তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জারি করা হয়েছে কমলা সতর্কতা৷

 

বৃহস্পতিবারই কেরলে  ঢুকে পড়েছে বর্ষা। দক্ষিণী এই রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝড়-বৃষ্টি৷ আবহবিদেরা জানাচ্ছে ক্রমেই তা উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। এতএব চট জলদিই বর্ষার মেঘে ঢাকা পড়বে অসম, মিজোরাম, মণিপুর সহ উত্তর-পূর্বের রাজ্যগুলি৷

সময়ের আগে বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গ ও সিকিমেও৷ জুন মাসের ১০ তারিখের মধ্যেই গোটা বাংলায় শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি৷ এই পরিস্থিতি হঠাৎ এই বর্ষণকে প্রাক্-বর্ষার বৃষ্টি বলেই উল্লেখ করছেন আবহবিদেরা৷ তাঁরা জানাচ্ছেন, গত কয়েক দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় জলীয় বাষ্পের জোগান বেড়েছিল। যার জেরে আঞ্চলিক ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়। সেই মেঘ থেকেই বৃষ্টির এই প্রাবল্য বলে মনে করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *