১৯-এর ব্রিগেডে তৃণমূলে যোগ দিচ্ছেন ৫ বারের বিজেপির মুখ্যমন্ত্রী

কলকাতা: ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলের জনসভায় উপস্থিত থাকতে পারেন অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং। তিনি ৫ বারের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। গতকালই আপাং বিজেপি থেকে পদত্যাগ করেছেন৷ সূত্রের খবর, অরুণাচলপ্রদেশের ৭ বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস৷আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলে যোগ দেবেন গেগং৷ মঙ্গলবার বিজেপি ছাড়লেন অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং।

১৯-এর ব্রিগেডে তৃণমূলে যোগ দিচ্ছেন ৫ বারের বিজেপির মুখ্যমন্ত্রী

কলকাতা: ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলের জনসভায় উপস্থিত থাকতে পারেন অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং। তিনি ৫ বারের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। গতকালই আপাং বিজেপি থেকে পদত্যাগ করেছেন৷ সূত্রের খবর, অরুণাচলপ্রদেশের ৭ বারের মুখ্যমন্ত্রী গেগং আপাং যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেস৷আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে তৃণমূলে যোগ দেবেন গেগং৷

মঙ্গলবার বিজেপি ছাড়লেন অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। টুইট করে তিনি বিজেপির প্রার্থীপদ ছাড়ার কথা জানান৷ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও রাজ্য সভাপতি টাপির গাওকে চিঠি দিয়ে তিনি বিজেপি ছাড়ার কথা জানান৷ তাঁর এই সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে বিপাকে বিজেপি৷

জানা গিয়েছে, গেগং আপাং কংগ্রেসের হয়ে চার দফা ও বিজেপির হয়ে একবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।৷ ১৯৮০ সাত থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন৷ এরপর তিনি কংগ্রেস ছেড়ে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন৷ ২০০৭ সালে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =