খানাকুল: ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। শনিবার পঞ্চায়েত ভোটের দিন রাজ্যে সকাল থেকে অশান্তি হয়েছে। একাধিক গুলি চোয়ালর ঘটনা, বোমাবাজির মতো ঘটনা ঘটেছে। হয়েছে বেশ কয়েকজনের মৃত্যুও। এবার ভোটদানের শেষ লগ্নে এসে একই ঘটনা। হুগলিতে গুলিবিদ্ধ তিন ভোটার। জানা গিয়েছে, হুগলির খানাকুলের নতিবপুরে ভোট দিতে গিয়ে এক মহিলা সহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। নতিবপুরে বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে একাধিক বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তো আছেই।
খানাকুলের ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বুথে ভোট চলার সময়ে আচমকা মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা ওই বুথের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। সেই গুলি লাগে ওই তিন জনের। আহতদের নতিবপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যান্য ভোটাররা জানিয়েছেন, সকাল থেকে ওই বুথে শান্তিপূর্ণ ভোট চলছিল। কিন্তু দুপুরের পর হঠাৎ কিছু দুষ্কৃতী ঢুকে ওই ঘটনা ঘটায়। শুধু তাই নয়, ব্যালট বাক্স জলে ফেলে দেয় তারা। একই সঙ্গে, ৩০-৩৫ জন বুথে ঢুকে ছাপ্পা দিতে শুরু করে বলেও দাবি।
অন্যদিকে হুগলি, হাওড়া সহ একাধিক জেলায় ব্যালট বাক্স লুটের অভিযোগ আসছে। কোথাও ব্যালট বাক্স নিয়ে দৌড়, তাকে জলে ফেলে দেওয়া, ভেঙে দেওয়া, বুথে ঢুকে তাণ্ডব চালানোর মতো ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দল অভিযুক্ত হলেও বিরোধীদের দিকেও কম আঙুল ওঠেনি।