আরজি কর-কাণ্ডের মূল অভিযুক্তকে নিয়ে সিজিও-তে সিবিআই! তদন্ত শুরু দিল্লির কর্তাদের

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে মঙ্গলবারই আরজি কর-কাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়৷ বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছায় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী দল৷…

CBI narco test on civic volunteer

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে মঙ্গলবারই আরজি কর-কাণ্ডের তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়৷ বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছায় কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী দল৷ বুধবার সকালেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় আরজি কর-কাণ্ডের একমাত্র ধৃত তথা মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে। সেই সঙ্গে তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও সিবিআই-কে দিয়ে দেয় কলকাতা পুলিশ।

সঞ্জয়কে হাতে পাওয়ার পরই মেডিক্যাল টেস্টের জন্য তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় সিবিআইয়ের একটি দল। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা করানোর পর নিয়ে যাওয়া হয় কলকাতায় সিবিআই-এর দফতর সিজিও কমপ্লেক্সে। সেখানেই আরজি কর-কাণ্ডের কালপ্রিট সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালেও তদন্ত চালাবে সিবিআইয়ের একাধিক দল।