কলকাতা: দেশের তথা রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছে তাতে বিধানসভা নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সিপিএম নিজেদের প্রচারে বদল এনেছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে ভাইরাস পরিস্থিতির জন্য বড় মিছিল এবং মিটিং তারা করবে না। এদিকে সংক্রমণের হার বিপুলভাবে বেড়ে যাওয়ার ফলে রাজ্যের বিধানসভা নির্বাচনের দফা কমে যেতে পারে বলে সম্ভাবনা। এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, আগামী ২৪ এপ্রিল শেষ তিন দফার নির্বাচন সম্পন্ন হতে পারে। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইতিমধ্যেই, বাকি চার দফা নির্বাচনে একদিনে করার প্রস্তাব নির্বাচন কমিশনকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। অবশ্য ভাবে করোনাভাইরাস পরিস্থিতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ এরপর আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। সেই বৈঠকেই এই প্রস্তাব দিতে চলেছে তৃণমূল। তবে সূত্রের খবর, চার দফার নির্বাচনে একদিনে না হলেও শেষ তিন দফার নির্বাচনে একদিনে করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে নির্বাচন কমিশনের তরফে। যদিও সে ক্ষেত্রে বাহিনী নিয়ে সংকটে পড়তে হবে এমন আশঙ্কাও রয়েছে। প্রথম চার দফার নির্বাচনে প্রত্যেক দফায় অশান্তি হয়েছে রাজ্যে। তাই একদিনে যদি তিন দফার ভোট সম্পন্ন করতে হয় তাহলে কেন্দ্রীয় বাহিনী আরো বাড়াতে হবে বলে ধারণা। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে এই বিষয়টি নিয়ে আলাদা ভাবে ভাবতে হবে। তবে ব্যাপারটা কঠিন হলেও অবাস্তব নয়। কারণ যে হারে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে তাতে এই ধরনের কিছু সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে নির্বাচন কমিশনকে।
ইতিমধ্যে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব ভাইরাস আক্রান্ত হয়েছেন এবং আজই কংগ্রেসের প্রার্থী সংক্রমণে মারা গিয়েছেন। দিনপ্রতি সংক্রমণ বাড়তে বাড়তে আজ ২ লক্ষে এসে পৌঁছেছে, ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখেই ভোটের দফা কমানো হতে পারে এমন সম্ভাবনা প্রবল।