Aajbikel

করোনার কোপ এবার কলকাতায়! মিলল তিন কোভিড আক্রান্তের হদিস, সংক্রমিত বিহারের ছ’মাসের শিশু

 | 
করোনা

কলকাতা: এবার এ রাজ্যেও মিলল করোনা আক্রান্তের হদিশ৷ কোভিড সংক্রমণ নিয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হলেন তিন রোগী৷ আক্রান্তদের মধ্যে দু’জনই কলকাতার বাসিন্দা৷ বাকি একজন ছ’মাসের শিশু৷ সে বিহারের বাসিন্দা৷ তাকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷ বাকি দু’জন ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। আক্রান্তদের মধ্যে কেউ ওমিক্রনের নতুন উপরূপ জেএন.১-এ আক্রান্ত কি না, তা জানতে জিনোম সিকোয়েন্সিং করানো হচ্ছে। পরীক্ষার জন্য তিন জনের নমুনাই কল্যাণীর ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছে৷ জানা গিয়েছে, কোভিড আক্রান্ত দুই প্রাপ্তবয়স্কই পুরুষ৷ অপরজন শিশুকন্যা৷ 

দেশে আচমকাই কোভিডের আস্ফালন। গত দু’সপ্তাহে ভারতে ১৬ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে৷ বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে৷ করোনা নিয়ে সতর্ক করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থাও৷ 

Around The Web

Trending News

You May like