চুঁচুড়া: প্রায় ১১ মাস বন্ধ থাকার পর লোকসভা নির্বাচনের আগে খুললেও কাজ শুরুর আগেই বুধবার সকালে বন্ধ হয়ে ফের সন্ধ্যার মধ্যে পাল্টা নোটিসে খুলে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। বুধবার সকালে কারখানার গেটে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস দেখার পরেই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
শ্রমিকদের একাংশ জড়ো হয়ে তৃণমূল পরিচালিত জুটমিল শ্রমিক সংগঠনের গোন্দলপাড়ার দুই নেতার বাড়ি, তিনটি তৃণমূলের পার্টি অফিস ও খেয়াঘাটে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুরের পর দু’টি কার্যালয়ে আগুনও ধরিয়ে দেওয়া হয়। গণ্ডগোলের খবর পেয়ে চন্দননগর ও ভদ্রেশ্বর থানা থেকে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, মিল বন্ধের নোটিস দেখার পরেই স্থানীয় বিজেপি কর্মীদের নেতৃত্বেই এই তাণ্ডব চালানো হয়। যদিও তৃণমূল কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। এইসব ঘটনার পর এদিন সন্ধ্যায় ফের নোটিস দিয়ে আজ, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে কারখানা খোলার কথা ঘোষণা করল গোন্দলপাড়া জুটমিল কর্তৃপক্ষ।