নিয়ম ভেঙে পর্যটকদের আতিথেয়তা, শ্রীঘরে দিঘার তিন হোটেল কর্মী

নিয়ম ভেঙে পর্যটকদের আতিথেয়তা, শ্রীঘরে দিঘার তিন হোটেল কর্মী

73c0e30e09f2180814ad6a5746d0391b

 

দিঘা: কোভিড বিধি অমান্য করে হোটেল চালানোর অভিযোগে হোটেলের তিন কর্মীকে গ্রেফতার করল দিঘা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন – কাঁথির প্রদীপ জানা, পাঁশকুড়ার বরুণ কর ও রামনগরের সনু নায়ক। ঘটনার জেরে সৈকত শহরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সৈকত নগরী দিঘা,  মন্দারমনি সহ একাধিক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসার ক্ষেত্রে পর্যটকদের কিছু বিধি নিষেধ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু সৈকত নগরী নিউ দিঘায় একেবারে উল্টো চিত্র৷ অভিযোগ, কোভিড বিধি অমান্য করে পর্যটকদের জন্য হোটেলে নিয়ম বিরুদ্ধ আয়োজনের ব্যবস্থা করেছিলেন হোটেলের তিনজন কর্মী৷ খবর পেয়ে দিঘা থানার পুলিশ হানা দিয়ে হোটেলের তিন কর্মীকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিরুদ্ধে কোভিড মহামারী আইনে মামলা রুজু করেছে পুলিশ।

দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন,  ” করোনা বিধি না মানলে পর্যটক, হোটেল মালিক থেকে কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল৷ তারপরও কোভিড নিয়ম অমান্য করার প্রমাণ হাতে নাতে পাওয়া গিয়েছে৷ তারই ভিত্তিতে হোটেলের তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কোভিড নিয়ম না মানলে আগামীদিনেও একই পদক্ষেপ গ্রহণ করা হবে৷’’  দিঘা থানায় পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দা থেকে বুদ্ধিজীবীরা। দিঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন “কোভিদ আইন অমান্য করার অপরাধে তিন হোটেলে কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কোভিড নিয়ম পর্যটক থেকে হোটেল মালিক ও কর্মচারীদের মানতেই হবে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *