ট্যাংরা থানার কাছে পরপর ৬টি বিস্ফোরণ, আতঙ্ক

কলকাতা: ট্যাংরা থানার কাছে পরপর ৬টি জায়গায় বিস্ফোরণ৷ বিস্ফোরণের তীব্র শব্দে ছড়িয়ে আতঙ্ক৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমদক৷ পিচের রাস্তা ফেটে বেরিয়ে এসেছে ম্যানহোলের লোহার ঢাকনা৷ ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার বেশ কিছু অংশ৷ কী কারণে এই বিস্ফোরণ? জানা গিয়েছে, মুখ ঢাকা নিকাশি নালার রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়৷ গ্যাসের চাপ বাড়তে থাকায় বিকট শব্দে ম্যানহোলের

ac100f2cd03be5551d51645ccd612820

ট্যাংরা থানার কাছে পরপর ৬টি বিস্ফোরণ, আতঙ্ক

কলকাতা: ট্যাংরা থানার কাছে পরপর ৬টি জায়গায় বিস্ফোরণ৷ বিস্ফোরণের তীব্র শব্দে ছড়িয়ে আতঙ্ক৷ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমদক৷ পিচের রাস্তা ফেটে বেরিয়ে এসেছে ম্যানহোলের লোহার ঢাকনা৷ ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার বেশ কিছু অংশ৷

কী কারণে এই বিস্ফোরণ? জানা গিয়েছে, মুখ ঢাকা নিকাশি নালার রক্ষণাবেক্ষণ না হওয়ায় বিষাক্ত গ্যাস তৈরি হয়৷ গ্যাসের চাপ বাড়তে থাকায় বিকট শব্দে ম্যানহোলের লোহার ঢাকনা বেরিয়ে আসে৷ ক্ষতিগ্রস্ত হয় রাস্তার বেশ কিছু অংশ৷ পরপর ছ’টি জায়গায় বিস্ফোরণ ঘটে৷

ভরদুপুরে তীব্র শব্দ শুনে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলে যায় দমকল৷ আসেন কাউন্সিলর৷ পুরসভার একটি দলকেও আনা হয় ঘটনাস্থলে৷ কী কারণে এই দুর্ঘটনা, তা জানার কাজ শুরু হয়েছে৷ তবে, এদিনের এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *