সন্দেশখালিতে আহত ইডি সহ-অধিকর্তার মাথায় ছ’টি স্টিচ, জখম তিন জনই ভর্তি হাসপাতালে

সন্দেশখালিতে আহত ইডি সহ-অধিকর্তার মাথায় ছ’টি স্টিচ, জখম তিন জনই ভর্তি হাসপাতালে

ed

কলকাতা: সন্দেশখালির ঘটনায় শোরগোল৷ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন ইডি অফিসার৷ তাঁদের মধ্যে মাথা ফেটেছে একজনের৷ ইডি সূত্রে খবর, আক্রান্ত আধিকারিক রাজকুমার রাম মাথায় চোট পেয়েছেন৷ তিনি গুয়াহাটির অফিসার। তাঁর মাথায় পাঁচ-ছ’টি সেলাই পড়েছে। স্ক্যানও করানো হয়েছে। বর্তমানে বেসরকারি হাসপাতালের এইচডিইউ বিভাগে ভর্তি রয়েছেন তিনি। বাকি দুই ইডি আধিকারিকও জখন হয়েছে৷ তাঁদেরও সেলাই পড়েছে। তিন অফিসারেরই জ্ঞান রয়েছে। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =