মহিষাদল: চুরির ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গেল পুলিশের৷ উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র উত্তেজনা৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার রামবাগে এলাকায়। যদিও গোটা ঘটনায় পুলিশের পক্ষ থেকে মেলেনি কোনও প্রতিক্রিয়া।
সূত্রের খবর, মহিষাদলে রামবাগে গ্রামে গত কয়েকদিনের মধ্যে প্রায় ৭-৮ টি বাড়ি চুরির ঘটনা ঘটে। বেশ কয়েকটি টোটো গাড়ির ব্যাটারি এবং মোবাইল চুরির ঘটনা ঘটে বলে গ্রামবাসীদের অভিযোগ। পুলিশকে বিষয়টি জানালেও কোন সুরাহা হয়নি। গ্রামবাসীদের আরও অভিযোগ পাশেই মাদক বিক্রির আখড়া চলছিল। সেখানে গভীর রাত পর্যন্ত বহু দুষ্কৃতিকারীদের আনাগোনা ছিল। এর ফলে গ্রামের চুরি-ছিনতাই বাড়ছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
বুধবার সকালে মাদক আখড়ায় অভিযান চালায় গ্রামবাসীরা। অচেনা এক যুবককে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে গ্রামবাসীরা। স্থানীয় একটি ঘরের মধ্যে আটক রেখে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মহিষাদল থানার পুলিশ। গ্রামবাসীদের হাতে আটক দুই যুবককে উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। কার্যত পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় গ্রামবাসীদের। অবশেষে বুঝিয়ে পুলিশ দুই যুবক ও মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। যদিও এবিষয়ে পুলিশের কর্তারা এখনই কোনও মন্তব্য করতে চাননি৷ তবে ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ গ্রেফতারির আশঙ্কায় গ্রাম কার্যত পুরুষ শূন্য হয়ে গিয়েছে৷